দেশে ফিরলেই গ্রেপ্তার- তাই বাবার জানাজায় নেই জাকির নায়েক
বটতলা ডেস্ক

সম্প্রতি আফ্রিকার ঘানা সফরকালে জাকির নায়েককে কড়া নিরাপত্তা দেওয়া হয়
গতকাল রোববার ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন আলোচিত-সমালোচিত ইসলাম প্রচারক ও টিভি ব্যক্তিত্ব ডা. জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক।
তবে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত জাকির নায়েক বাবার জানাজায় অংশ নিতে ভারতে ফিরেননি। দেশে ফিরলেই গ্রেফতার হবেন- এ আশঙ্কাতেই তিনি বাবার জানাজায় আসেননি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
যদিও এখন পর্যন্ত তার বিরুদ্ধে ভারতে কোনো থানায় এফআইআর করা হয়নি।
তবে দিল্লি কর্তৃপক্ষ তার এনজিও প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে অবৈধ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে- সর্বত্র এমন ধারণা রয়েছে। বেআইনি কার্যক্রম (প্রতিরোধ) আইনে তার এই সংস্থাকে অবৈধ ঘোষণা করা হবে বলে মিডিয়া সূত্র জানায়।
অবশ্য, ‘আপত্তিকর মন্তব্যের’ কারণে তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলার খসড়া ইতোমধ্যে তৈরি করা হয়েছে। সেইসঙ্গে পিস টিভির সঙ্গে তার সম্পর্ক এবং তার বিরুদ্ধে করা নানান মামলার বিষয়াদি কেন্দ্র সরকারের নজরে রয়েছে।
মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চল রত্মগিরিতে জন্মগ্রহণ করেন জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম। তিনি একজন চিকিৎসক ও শিক্ষাবিদ ছিলেন। এছাড়া তিনি ছিলেন বোম্বে সাইকিয়াট্রিক সোসাইটির সভাপতি। হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে কয়েকদিন আগে মেজগোয়ান প্রিন্স আলী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।
ডা. আব্দুল করিমের দুই ছেলে, মোহাম্মদ ও জাকির এবং তিন মেয়ে রয়েছেন।
সোমবার নারিয়াদওয়াদি কবরস্থানে জাকির নায়েকের বাবার দাফনে শত শত মানুষ যোগ দেয়। এতে আইনজীবী, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ প্রায় পনের শ মানুষ অংশ নেয় বলে পত্রিকা জানায়।
এনবিটি জানায়, এসময় সেখানে সিটি ক্রাইম ব্রাঞ্চ, এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ছাড়াও স্থানীয় থানার পুলিশ সদস্যদের দেখা গেছে।
সাম্প্রতিক ঘটনাবলীর কারণে জাকির নায়েক নিজ দেশ ভারতে না ফিরলেও মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অনেক দেশ সফর করছেন।
নিউজওয়ান২৪.কম/আরকে
আরও পড়ুন
ডেইলি স্টার অপ্রমাণিত সংবাদ ছেপেছে: জাকির নায়েক
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো