ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

জাকির নায়েকের অফিসের বাইরে পুলিশ মোতায়েন

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ৭ জুলাই ২০১৬   আপডেট: ২২:০৯, ৯ জুলাই ২০১৬

আলোচিত-বিতর্কিত ইসলামি চিন্তাবিদ জাকির নায়েকের মুম্বাই অফিসের বাইরে পুলিশ মোতায়েন করেছে ভারত সরকার। ভারতীয় পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান, দক্ষিণ মুম্বাইর ডোংরি এলাকায় জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাইন্ডেশনের সামনে পুলিশি প্রহরা বসানো হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, কোনো হুমকির কোনো খবর পাইনি আমরা কিংবা রাজ্য বা কেন্দ্র সরকার আমাদের আদেশ দেয়নি পাহারা বসাতে।তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তাকর্মীদের সেখানে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজিজু দিল্লিতে সাংবাদিকদের বলেন, জাকির নায়েকের বক্তৃতা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয় হয় দেখা দিয়েছে। আমাদের এজেন্সিগুলো এর ওপর কাজ করছে। কিন্তু আমরা এ প্রসঙ্গে কী পদক্ষেপ নিচ্ছি তা বলা যাবে না।

ইসলামিক রিসার্চ ফাইন্ডেশনের কর্মকর্তাদের সম্প্রতি ভারতীয় পুলিশ জিজ্ঞাসাবাদও করেছে। নায়েক বর্তমানে ধর্মীয় সফরে সৌদি আরব অবস্থান করছেন। সৌদি কর্তৃপক্ষ তার বিশেষ পৃষ্ঠপোষক। ১১ জুলাই তিনি নিজ দেশ ভারতে ফিরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগসমূহের সাফাই দিবেন বলে জানিয়েছে নবভারত টাইমস।

বাংলাদেশের রাজধানী গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে গণনিধনযজ্ঞ চালানো জঙ্গিগ্রুপের সদস্য রোহন ইমতিয়াজের ফেসবুক স্ট্যাটাসে জাকির নায়েক প্রসঙ্গে প্রশংসাসূচক কথাবার্তা রয়েছে। জিম্মি উদ্ধারে পরিচালিত কমান্ডো হামলায় নিহত রোহনের ফেসবুক স্ট্যাটাসে লেখা আছে সে জাকির নায়েকের বিচার বিবেচনা দ্বারা প্রভাবিত। এর জের ধরে বাংলাদেশের একটি পক্ষ তাকে নিষিদ্ধের দাবি তোলে।

ঢাকার ইংরেজি দৈনিক ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর এক ফেসবুক প্রচারণায় রোহন পিস টিভিতে দেওয়া জাকির নায়েকের বক্তব্য তুলে ধরে।

তবে নায়েককে নিষিদ্ধের দাবির প্রতিক্রিয়ায় হোয়াটসআপে দেয়া এক মেসেজে তিনি বলেন, শুধুমাত্র একজন লোক কোনো এক বিখ্যাত সেলিব্রেটি ব্যক্তিকে চেনে সে্ই সূত্রে আপনি তার সব কর্মকাণ্ডকে ওই সেলিব্রেটির সঙ্গে যুক্ত করতে পারেন না।

পাকিস্তানের ডন.কম জানায়, জাকির নায়েক বলেন, আমার বক্তব্যগুলি যদি শোনেন, দেখবেন সেখানে এমন কথা নেই যাতে সন্ত্রাস বা নিরপরাধ মানুষকে হত্যার সাফাই গাওয়া হয়েছে।

নিউজওয়ান২৪.কম/ডিডব্লিউ

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত