ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

এসি রবিউল ও ওসি সালাউদ্দিনের ময়নাতদন্ত সম্পন্ন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪:৫২, ২ জুলাই ২০১৬  

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকা: গুলশানে জঙ্গিদের বোমা (গ্রেনেড) হামলায় নিহত পুলিশের (ডিবি) এসি রবিউল ইসলাম ও বনানী থানা ওসি সালাউদ্দিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগে অনুষ্ঠিত ময়নাতদন্তে জানা যায়, উভয়েরই মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে।

ঢামেক ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ নিউজওয়ান২৪.কমকে জানান, নিহত ওসি ইন্সপেক্টর সালাউদ্দিনের গলায় স্প্লিন্টারের আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এতে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়।
আর এসি রবিউলের বুকে, পেটে ও গলার নিচে ৫/৬টি স্লিন্টার আঘাত হানে। তিনিও মাত্রাতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণেই মারা যান।

ঢামেক সংবাদদাতা জানান, একই ঘটনায় আহত মাইক্রোচালক আব্দুর রাজ্জাকের অবস্থার উন্নত হচ্ছে ক্রমশ। গতরাতে আশংকাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢামেক হাসপাতালে। ঘটনার আগে ওই রেস্টুরেন্টে চার জাপানিকে নামিয়ে দিয়ে তিনি বাইরে অপেক্ষা করছিলেন। এসময় তার গলায় ও বুকে গুলি আঘাত হানে।

গতকাল (শুক্রবার) রাতে গুলশান-২ এর হলি আর্টিজান বেকারি নামক স্প্যানিশ রেস্টুরেন্টে হামলা করে কমপক্ষে ২০ জন বিদেশিসহ ৩০/৩৫ জনকে জিম্মি করে অজ্ঞাত পরিচয় জঙ্গিরা।

আজ (শনিবার) সকালে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ওই স্প্যানিশ রেস্টুরেন্টে কমান্ডো অভিযানে জিম্মি সঙ্কটের অবসান হয়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য মোতাবেক, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ১০/১২ ঘণ্টার এই জিম্মি-জঙ্গি সংকটে পুলিশের এসি রবিউল ও ইন্সপেক্টর সালাউদ্দিনসহ ২৮ জন নিহত হন। এদের মধ্যে আছেন ২০ বিদেশি যাদের জঙ্গিরা গতরাতেই জবাই করে। নিহত বাকি ছয়জন জঙ্গি।
নিউজওয়ান২৪.কম/এএ

মোট নিহত ২৮, রাতেই জবাই করা হয় ২০ বিদেশিকে

গুলশানের ঘটনায় বানানী থানার ওসি সালাউদ্দিন নিহত

‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত