ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

মোট নিহত ২৮, রাতেই জবাই করা হয় ২০ বিদেশিকে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪:১১, ২ জুলাই ২০১৬   আপডেট: ১১:১২, ২৫ জুলাই ২০১৬

ঢাকা: গুলশানে স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিসানে জঙ্গিরা ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্রের মাধ্যমে নৃশংস কায়দায় হত্যা করেছে। শনিবার দুপুরে সেনাসদরের অফিসার্স ক্লাবে আইএসপিআর আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী।

তিনি জানান, ওই ২০জনকে গত রাতেই হত্যা করা হয়।

নারী-শিশুসহ জিম্মি তেরজনকে উদ্ধারের কথাও নিশ্চিত করেন তিনি। তাদের মধ্যে আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সেনা কর্মকর্তা ব্রি. জেনারেল আশফাক আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। এরপর সকাল সাতটা ৪০মিনিটে শুরু করা অভিযানের ১২/১৩ মিনিটের মধ্যেই টার্গেট এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন আমাদের কমান্ডোরা।

এ অভিযানে জঙ্গিদের ছয়জন নিহত হয় এবং সন্দেহভাজন একজন সন্ত্রাসীকে আটক করা হয়।

তিনি আরও জানান, অভিযানে অংশ নেওয়া কমান্ডোরা কেউ হতাহত হননি।

এর আগে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়েছিলেন, ছয় জঙ্গি নিহত ও একজনকে আটকের কথা।

শনিবার সকালে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ওই স্প্যানিশ রেস্টুরেন্টে কমান্ডো অভিযানে জিম্মি সঙ্কটের অবসান হয়।

ব্রি. জেনারেল আশফাক জঙ্গিসংকট ও নির্মূল অভিযানকালে সাহসী ও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করায় সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ-র‌্যাব, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ টিভি ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্ম ীদের ধন্যবাদ জানান। নিহত পুলিশ কর্মকর্তা এসি রবিউল ও ইন্সপেক্টর সালাউদ্দিনকে শহীদ হিসেবে উল্লেখ করেন তিনি। 

গতকাল (শুক্রবার) রাতে গুলশান-২ এর হলি আর্টিজান বেকারি নামক স্প্যানিশ রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলা ও প্রায় ২০ জন বিদেশি সহ ৩০/৩৫ জনকে জিম্মি করে অজ্ঞাত পরিচয় জঙ্গিরা।

নিউজওয়ান২৪.কম/এসআর

অপারেশন সফল, ৬ বন্দুকধারী নিহত ধরা পড়েছে একজন: প্রধানমন্ত্রী

অভিযান শেষ, সেনাসদরে সংবাদ সম্মেলনে বিস্তারিত

জিম্মি উদ্ধারে কমান্ডো অভিযান শুরু, ব্যাপক গোলাগুলি

‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল

গুলশানের ঘটনায় বানানী থানার ওসি সালাউদ্দিন নিহত

গুলশানে ‘জঙ্গিদের’ গুলিতে ৪ পুলিশ আহত, জিম্মি কয়েক বিদেশি

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত