ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

`নায়েককে নিষিদ্ধ` প্রসঙ্গে আমির: আমি এ ব্যাপারে মন্তব্য করব না

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ২২:০০, ৯ জুলাই ২০১৬   আপডেট: ০৪:০৪, ১১ জুলাই ২০১৬

যে বা যারা সন্ত্রাসবাদের বিস্তার ঘটায় অথবা সন্ত্রাস করেন তিনি বা তারা মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান যে ধর্মেরই হোন- আমি মনে করি ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কথাগুলো খ্যাতিমান বলিউড সুপারস্টার আমির খানের।

তিনি মনে করেন, তাই যারা ধর্মের নামে সন্ত্রাস করে তারা আসলে ধর্মের অনুসারী নয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত বৃহস্পতিবার মুম্বাইতে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে ৫১ বছর বয়সি আমির খান এসব কথা বলেন।আমির খান এমন এক সময় এই মন্তব্য করলেন, যখন বিশ্বব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী হামলা বেড়েই চলেছে।

মেধাবী এই অভিনেতা আরও বলেন, তাদের অনেকেই বলেন তারা ধর্মের জন্য এটা করেন। কিন্তু ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আসলেই তারা যদি ধর্ম অনুসরণ করতেন, তাহলে তারা জানতেন ধর্ম ভালোবাসা শেখায়।

সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয় মুম্বাইর বাসিন্দা আলোচিত-বিতর্কিত ইসলামী চিন্তাবিদ ও প্রচারক জাকির নায়েককে নিষিদ্ধ করা উচিত কিনা? জবাবে ধুম-৩’-এর তারকা বলেন, আমি এ ব্যাপারে মন্তব্য করব না। যা বলতে চাই তা আমি বলেছি।

তবে ভারতীয় মিডিয়ার অনেকেই মনে করছেন, `এ ব্যাপারে মন্তব্য করব না` বললেও আমির খান আসলে `যারা সন্ত্রাসবাদের বিস্তার ঘটায়` কথার মাধ্যমে জাকির নায়েককেই ইঙ্গিত করেছেন।

গত ১ জুলাই ঢাকায় রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহতের ঘটনায় পিস টিভির প্রধান ব্যক্তি জাকির নায়েককে নিষিদ্ধের দাবি ওঠে ভারত ও বাংলাদেশে। কারণ, জিম্মি সংকট শুরুর পরদিন কমান্ডো হামলায় যে ৬ জন নিহত হয় তাদের অন্যতম জঙ্গি রোহান ইমতিয়াজের ফেসবুক স্ট্যাটাসে তার প্রশংসা করে বক্তব্য আছে। সেখানে লেখা- জাকির নায়েকের দ্বারা সে অণুপ্রাণিত।
নিউজওয়ান২৪.কম/এসএল

ডেইলি স্টার অপ্রমাণিত সংবাদ ছেপেছে: জাকির নায়েক

জাকির নায়েকের অফিসের বাইরে পুলিশ মোতায়েন

জাকির নায়েককে `শয়তান` বলায় মন্ত্রীর অফিসে বোমা হামলা