ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

৯ বছর পর ঢাকায় ‘খলনায়ক’ সঞ্জয় দত্ত

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ২৮ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

৯ বছর পর ঢাকার মাটিতে পা রাখলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। জানা যায়, বঙ্গবন্ধু কাপ গলফ-এর লোগো উন্মোচনের জন্য তিনি ঢাকায় এসেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ গলফ ফেডারেশন।

২৮ মার্চ দুপুরে একটি বিশেষ বিমানে করে ঢাকায় নামেন সঞ্জয় দত্ত। বিকেলে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত লোগো উন্মোচন অনুষ্ঠানটির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে সন্ধ্যা ছয়টার দিকে কুর্মিটোলা গলফ ক্লাব থেকে চলে যান সঞ্জয়। আজই ভারতে ফিরে যাবেন বলে জানা গেছে।

৩ এপ্রিল থেকে শুরু হবে তিন দিনের বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯। টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হবে ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায়। ২২ দেশের সেরা গলফাররা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, অভিনেতা সঞ্জয় দত্ত মাধুরীর বিপরীতে খলনায়ক ছবির নাম ভূমিকায় অভিনয় করে বেশ আলোচিত হন। 

২০১০ সালে ভারতীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে তিনি মাত্র ৫ ঘণ্টার জন্য ঢাকায় এসেছিলেন।