ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

৭ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ৭ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পিরোজপুরের সাত জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের বিরুদ্ধে আটক, নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং গণহত্যার ৪টি অভিযোগ আনা হয়েছে।

এদের মধ্যে আব্দুল মান্নান হাওলাদার, আজাহার আলী হাওলাদার, আশ্রাব আলী ও মহারাজ হাওলাদার কারাগারে আছেন। আর তিনজন পলাতক। আর এই মামলা প্রমাণে সাক্ষ্য নেয়া হবে ৪২ জনের। গ্রেফতারকৃতরা ১৯৭১ সালে কনভেনশন মুসলীম লীগের সমর্থক ছিল। আর স্বাধীনতার পর থেকে তারা জামায়াতের সমর্থক।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত