৩৪ লাখ মামলা ঝুলে আছে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
সারাদেশের উচ্চ ও নিম্ন আদালতে ৩৪ লাখ মামলা ঝুলে থাকার তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নত্তোর পর্বে এ মামলা জটের কথা জানান তিনি।
চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, দেশের উচ্চ ও নিম্ন আদালতে এখন ৩৪ লাখ ৫৩ হাজার ৩৫৩টি মামলা ঝুলে রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সরকার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী।
মামলা জট কমাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার আবারও ক্ষমতায় এলে সিভিল এবং ফৌজদারী বিচার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনবে।
আওয়ামী লীগের সংসদ সদস্য (পটুয়াখালী-৩) একেএম জাহাঙ্গীর হোসেনের অপর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, হাইকোর্টে চার লাখ ৯৫ হাজার ৪১৫টি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১৯ হাজার ৪৯৩টি মামলা ঝুলে রয়েছে।
আইনমন্ত্রী জানান, হাইকোর্ট বিভাগে ঝুলে থাকা মামলাগুলোর মধ্যে তিন লাখ ১২ হাজার ২০৫টি ফৌজদারী মামলা এবং আদালত অবমাননা এবং রিটসহ ৮৮ হাজার ৭১৮টি অন্যান্য মামলা রয়েছে।
এছাড়াও আপিল বিভাগে ঝুলে থাকা মামলাগুলোর মধ্যে ১৩ হাজার ২৬টি সিভিল মামলা এবং ছয় হাজার ৩৫১টি ফৌজদারি মামলা এবং আদালত অবমাননা ও রিটসহ ১১৬টি অন্যান্য মামলা রয়েছে বলেও জানান তিনি।
আনিসুল হক বলেন, বর্তমানে আপিল বিভাগে সাতজন এবং হাইকোর্ট বিভাগে ৯৩ জন বিচারপতি রয়েছেন।
নিউজওয়ান২৪/টিআর
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- সস্ত্রীক জামিন পেলেন মির্জা আব্বাস
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৯ বছর পর জানা গেল!
ডিভোর্সড স্ত্রীকে বারবার দেখতে যাওয়ার মাশুল... - প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা
- সেফুদার বিরুদ্ধে বাংলাদেশ ও অস্ট্রিয়ায় দুই মামলা