ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

৩ দিনের রিমান্ডে ডিজিটাল জালিয়াত চক্রের পাঁচ সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ২৮ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মিথ্যা পরিচয়ে অংশ নেয়া ডিজিটাল জালিয়াত চক্রের ৫জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র সাইবার সিকিউরিটি ইিউনিট।

শনিবার সাইবার ক্রাইম ইউনিট জানায়, তাদেরকে বৃহস্পতিবার গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়। তদন্ত কর্মকর্তা প্রত্যেকে জিজ্ঞাসাবাদেও জন্য ১০দিন করে রিমান্ড চাইলে আদালত ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসাইন রোকন, এসএম শরীফ আহমেদ, নাফিস সাদিক তানজিম, মো. এলাহি দানিয়েল ও আহমেদ শাহরিয়ার তানভীর। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ইলেকট্রোনিক ডিভাইস উদ্ধার করা হয়। এছাড়াও বিভিন্ন সরকারি অফিসের চাকরির প্রশ্ন, বিভিন্ন দলিলাদি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিভিন্ন পরীক্ষার্থী দেয়া মার্কশীট, রেজিস্ট্রেশন কাডের্র বিভিন্ন কাগজপত্র ও অর্থ লেনদেনের তথ্য উদ্ধার করা হয়েছে।

সাইবার সিকিউরিটি বিভাগ সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র অন্যের মিথ্যা পরিচয়ে পরীক্ষার্থী হিসেবে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতারণা করছে। এর মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বলে গোয়েন্দা সংবাদ পাওয়া যায়। এছাড়া ওই চক্রের কিছু সদস্য ঢাকা’র এলিফ্যান্ট রোডের এস এ পরিবহনের অফিসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের পার্সেলের মাধ্যমে পাঠানো কাগজ-পত্র গ্রহণ করার জন্য অপেক্ষা করছে বলে জানতে পারে সাইবার সিকিউরিটি বিভাগের ওয়েবসাইট ও ই-মেইল ক্রাইম টিম।

এ সংবাদে ২৫ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকা’র এলিফ্যান্ট রোডের এসএ পরিবহনের অফিসে কাউন্টার থেকে পার্সেল গ্রহণ করার সময় আনোয়ার হোসাইন রোকনকে গ্রেফতার করা হয়। রোকনের দেয়া তথ্যে ঢাকা’র মোহাম্মদপুরের শিয়া মসজিদের সামনে থেকে অপর আসামিদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মিথ্যা পরিচয়ে পরীক্ষার্থী সেজে অংশগ্রহণ করে। এছাড়াও তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের সঙ্গে চ্যাটিং ও মেসেজ আদান-প্রদান করে চুক্তি করত।

এ বিষয়ে নিউমার্কেট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
আইন আদালত বিভাগের সর্বাধিক পঠিত