২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
ঘটে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যালট পেপার ছিনতাই, সংঘাত এবং সহিংসতায় সারাদেশের বিভিন্ন জেলায় ২৯৯ টি আসনে মোট ২৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
রোববার (৩০ ডিসেম্বর) সারাদেশ থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার।
সারাদেশ থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদনের উপর যাচাই-বাছাই করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান।
যেসব কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে
রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কতিপয় দুষ্কৃতকারী কর্তৃক জালভোট প্রদানের প্রচেষ্টায় কারণে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ -১ (শিবগঞ্জ) আসনে চারটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলো হলো, তেররশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরজগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং চার হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ব্যালট পেপার ছিনতাই ও ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার কারণে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।
শেরপুর -১ (সদর) আসনে দুইটি কেন্দ্রে দুষ্কৃতকারীরা অস্ত্র ও লাঠি নিয়ে আক্রমন করে ভোটকেন্দ্রে দখলের চেষ্টা করে। ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই হয়। পরিস্থিতি প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। কেন্দ্রগুলো হলো জামিয়া আরাবিয়া তালিমুননেছা মহিলা মাদ্রাসা এবং সাহাব্দিরচর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নরসিংদী -৩ (শিবপুর) আসনে কোন্দারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি সংঘর্ষে একজন নিহত হওয়ায় এবং ছয়টি ব্যালট বাক্স ছিনতাই হওয়ায় ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) আসনে দুটি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। কেন্দ্র দুটি ধানতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কোয়রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলো হলো যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ায় দুপুর ১টায় ভোটগ্রহণ বন্ধ করা হয়।
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রটিতে পাঁচটি ব্যালট বাক্স ভাঙচুর এবং ব্যালট পেপার ছিনতাই হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থগিত হয়। ব্যালট বাক্স ছিনতাই এবং ভাঙচুর হয়। ব্যালট বাক্স ছিনতাইকালে একজন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়।
কুমিল্লা- ৮ (বরুড়া) আসনে আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটের আগের রাতে ব্যালট পেপার ছিনতাইসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটার কারণে কেন্দ্রটিতে ভোট স্থগিত হয়।
কুমিল্লা ১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে প্রায় এক হাজার ৮০০ ব্যালট পেপার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কারণে ভোট গ্রহণ করা সম্ভব হয়নি।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে দক্ষিণ বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালটবাক্স ছিনতা্ই ও ব্যালট পেপার চুরি হওয়ায় ভোট গ্রহণ করা সম্ভব হয়নি।
নোয়াখালী -১ (সোনাইমুড়ি আংশিক ও চাটখিল) আসনে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়। কেন্দ্রগুলো হলো কেগনা নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নওয়াবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ব্যালট পেপার ছিনতাই হয়।
নোয়াখালী- ২ (সোনাইমুড়ি আংশিক ও সেনবাগ) আসনে মধ্য নাটেশ্বর ইসলামিয়া এবতেদায়ি নুরানি দাখিল মাদ্রাসা কেন্দ্রটিতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিশসহ সাত থেকে আটজন আহত হওয়ায় ঘটনা ঘটায় ভোটগ্রহণ স্থগিত হয়।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে চারটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স এবং নির্বাচনী মালামাল ছিনতাইয়ের কারণে ভোটগ্রহণ করা সম্ভব হয়নি। কেন্দ্রগুলো হলো খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , মধ্য নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চট্টগ্রাম- ১০ ((চসিক ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড) আসনে শহীদনগর সিটি করপোরেশন সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে ভোটগ্রহণে অনিয়ম থাকায় ভোট স্থগিত করে বাধ্য হন প্রিজাইডিং অফিসার।
রাঙামাটি একটি কেন্দ্রে ভোরে ঘাগড়া ইউনিয়ানাধীন রাঙ্গীপাড়ায় বিএনপি এবং আওয়ামীলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়। গুরুতর আহত দুজনের মধ্যে ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো বশিরউদ্দিন মৃত্যুবরণ করেন।
সুনামগঞ্জ -৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসনে কারাড়াই মাদ্রাসায় ব্যালট বাক্স ছিনতাই হওয়ার কারণে ভোটগ্রহণ স্থগিত হয়।
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে কলাউড়া দারুস সুন্নাহ কাসিমিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্র্রটিতে ভোটগ্রহণ বন্ধ হয়।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মাতবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে একজন নিহত হওয়ায় কেন্দ্রটি স্থগিত করা হয়।
নিউজওয়ান২৪/জেডএস
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা