২৩০ রানের লিড নিয়ে লাঞ্চে গেলো জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক
সিলেটে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় পুঁজির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে। সেই লক্ষ্য পূরণে প্রথম সেশনে বেশ সফল সফরকারীরা। বাংলাদেশ তৃতীয় দিনের শুরুতে দুটি উইকেট তুলে নিলেও জিম্বাবুয়ের লিড দাঁড়িয়েছে ২৩০ রান। প্রথম সেশন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৯১ রানে ২ উইকেট।
এই সেশনে ৩০ ওভারে দুই উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ে তুলেছে ৯০ রান। সকালে ১৪০ রানে এগিয়ে থেকে সাবধানি শুরু করেন দুই ওপেনার ব্রায়ান চারি ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
এই সাবধানি শুরুটা টেকে মাত্র শুরুর ১০ ওভার। উদ্বোধনী জুটিতে এরপর আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। মাঝে বেশ কিছু সুযোগ মিললেও উইকেট আসেনি। ১০ ওভার পর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হন ওপেনার ব্রায়ান চারি। বোল্ড হয়ে ফেরেন ৪ রান করে।
দলীয় ১৯ রানে প্রথম উইকেট পতনের পর প্রাথমিকভাবে সেই ধাক্কা কাটে জিম্বাবুয়ের। ব্রেন্ডন টেলর আসার পর থেকে মেরে খেলতে থাকেন। যার ফলটা পান হাতে নাতে। দলীয় ৪৭ রানে তাইজুলকে উঠিয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন ইমরুল কায়েসের হাতে। ২৫ বলে ৪ চারে ২৪ রান করে ফেরেন টেলর।
এরপর শক্ত প্রতিরোধ দেওয়ার চেষ্টায় আছেন অধিনায়ক মাসাকাদজা ও শন উইলিয়ামস। দুজনের ৪৪ রানের জুটিতে লিড ছাঁড়িয়েছে ২০০।
ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ব্যাট করছেন ৩৯ রানে আর উইলিয়ামস ১৬ রানে।
নিউজওযান২৪/এমএম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল