ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ২৯ ডিসেম্বর ২০২২  


রমজান মাসের চাহিদা মেটাতে সরকার ২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল ও ৮ হাজার টন মসুর ডাল কেনার উদ্যোগ নিয়েছে।

সরকারি বিপননকারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এসব পণ্য কিনে সাশ্রয়ী দামে ভোক্তাদের কাছে বিক্রি করবে। তেল ও মসুর ডাল কিনতে সরকারের ব্যয় হবে মোট ৩৩৪ কোটি ৩৯ লাখ টাকা।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় কমিটির নিয়মিত বৈঠকে এ দর প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ কথা জানান।

বর্তমানে টিসিবির অধীনে ১ কোটি ফ্যামিলি কার্ড আছে। এর আওতায় একজন কার্ডধারীর কাছে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ২ কেজি পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।

প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৬০ টাকা, ১ কেজি মসুর ডাল ৭০ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

বাজার মূল্য অপেক্ষা কম দামে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য বিক্রি করছে টিসিবি। এ জন্য সরকার ভর্তুকি দিচ্ছে।

নিউজওয়ান২৪.কম/এসএ

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত