১৯০ রানে অলআউট উইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
একটা সময় মনে হচ্ছিল মিরপুরের মাঠে টাইগারদের গত ম্যাচের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙ্গে বিশাল টার্গেট ছুড়ে দিবে ওয়েস্ট ইন্ডিজ।৯ম ওভার শেষে ক্যারবীয়দের স্কোরবোর্ডে সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ১২০ রান। সেখান থেকে আর ৭০ রান তুলতেই অলআউট হয়ে গেল তারা।
মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই তান্ডব শুরু করে লিউস-হোপ জুটি।একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মিরপুরে চার-ছক্কার মহাযজ্ঞ শুরু করে তারা।
এরই প্রেক্ষিতে ম্যাচের ৩য় ওভারে ৪ ছক্কাসহ ২৭ রান হজম করেন আবু হায়দার রনি। ৪ ছক্কার প্রতিশোধটা হয়তো পরের ওভারেই নিতে পারতেন রনি। কিন্তু মিড উইকেটে মিরাজের বলে লিউসের দ্রুতগতির শটটি হাতে তালুবন্দি করতে পারেননি তিনি। ক্যাচ মিসের সুযোগ পেয়েই ভয়ংকর হয়ে ওঠে লিউস।
এরপর ১৮ বলে তুলে নেন নিজের ফিফটি। অন্যদিকে ব্যাটিং তান্ডব চালাচ্ছিলেন শাই হোপও। সেই তালিকা থেকে বাদ রাখেননি সাকিবকেও। ম্যাচের ৫ম ওভারে সাকিবকে পরপর ২টি বাউন্ডারি হজম করানোর পরের বলেই সরাসরি বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
এরপরও লিউস তান্ডব বন্ধ হয়নি। ৭ম ওভারে কিমো পলকে আরিফুলের ক্যাচে পরিনিত করেন মোস্তাফিজ। কিন্তু অন্যদিকে লিউস ৮ ছক্কা হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির পথে আগাচ্ছিলেন।
ম্যাচের ১০ম ওভারে এসেই চিত্রটা পাল্টে দেন রিয়াদ। পরপর ২ বলে দুই উইকেট তুলে নিয়ে লিউস ও হেটমায়ারকে প্যাভলিয়নের পথে হাটান নীরব ঘাতক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ম্যাচের ১৪তম ওভারে এসে রভম্যান পাওয়েলের উইকেটও তুলে নেন রিয়াদ।
রিয়াদের পর এবার আঘাত হানেন ফিজ। ভয়ংকর ব্রাথওয়েট ও পোরানকে এক ওভারেই তুলে নেন তিনি। ২৯ রান করেই ফিরে যান পোরান। মোস্তাফিজের পর আবারো আঘাত হানেন সাকিব। অ্যালেনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি।
শেষপর্যন্ত ১৯০ রানেই থেমে যায় ক্যারবীয়দের ইনিংস। সিরিজ জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ১৯১ রান।
বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজ পরিবর্তন এনেছে। আজকের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে শেরফান রাদারফোর্ডের।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, সিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড, কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ফ্যাবিয়েন অ্যালেন, কেমো পল, শেলডন কোট্রেল, ওসান থমাস।
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল