ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

১০ টাকার চাল নিয়ে কারা এসব করছে?

তৌহিদ জামান

প্রকাশিত: ১৫:০৪, ১২ অক্টোবর ২০১৬  

সরকার ১০টাকা দরে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করেছে। যশোরের কেশবপুর সদর ইউনিয়নের একটি ওয়ার্ডে দুঃস্থ- হতদরিদ্রদের তালিকার মধ্যে থাকা কয়েকজনের নাম দেওয়া হয়েছে। যাদের দোতলা, একতলা পাকাবাড়ি টাইলস সমৃদ্ধ, যাদের সন্তানরা বিদেশ থেকে টাকা পাঠান কিংবা নিজেরাই বড় বড় ব্যবসায়ী।

১০টাকার চাল এরা কিন্তু খাওয়ার জন্যে তুলছে না- স্থানীয়রা বলছেন, তাদের গরু-ছাগল বা হাঁস-মুরগির জন্যে নিচ্ছেন। আর খুচরা বাজারে এখন ২৪ টাকার মোটা চাল বিক্রি হচ্ছে ৩৬ টাকা দরে। একদিকে, দরিদ্র মানুষের জন্যে ১০টাকার চাল- যা তুলছে বেশিরভাগ ধনী মানুষ।

অপরদিকে, গরিব মানুষের জন্যে মোটা চাল বাজারে বিক্রি হচ্ছে দেড়গুণ বেশি দামে।

আমাদের ভাবনা কী?
কেন হঠাৎ করে মোটা চালের দাম বাড়ানো হলো?
কারা এই চাল মজুদ রেখেছে?
এটা কি কৃত্রিম সংকট?
কৃত্রিম হলে- দোকানে এত বস্তা বস্তা চাল কীভাবে রয়েছে?

কৃত্রিম না হলে বলতে হবে আমাদের চাল সংকট চলছে- কিন্তু এটাও সম্ভব না। কেননা সরকারি হিসেবে চাল আমাদের উদ্বৃত্ত। চাল উদ্বৃত্ত থাকলে- সংকট হওয়ার কথা না।

মোদ্দা কথা, সংকট তাহলে সৃষ্টি করা হয়েছে। আর এর সঙ্গে জড়িত চালবাজরা। সেই চালবাজ- মুনাফাখোর-সিন্ডিকেট কে বা কারা পরিচালনা করছে? তাদের বিরুদ্ধে কেনই বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
লেখক: যশোরবাসী সাংবাদিক

নিউজওয়ান২৪.কম/একে

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত