ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

১০ কয়েদি পাস করলো ফার্স্ট ডিভিশনে!

ইত্যাদি ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ১৬ মে ২০১৬   আপডেট: ১০:১৫, ১৮ মে ২০১৬

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

ভারতের মুজাফফরনগর জেলা কারাগারের ১০ বন্দি উত্তরপ্রদেশ (ইউপি) শিক্ষা বোর্ড পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে চমকে দিয়েছে সবাইকে। এদের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আর বাকিরা বিচারাধীন আসামি।

গতকাল (সোমবার) বিকালে পরীক্ষার ফলাফল প্রকাশের পর মুজাফফরনগর জেলখানায় আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। কারাপ্রধান রাকেশ সিংহ জানান, যাবজ্জীবন সাজা ভোগরত কয়েদি জোগা সিং শতকরা ৭৫ ভাগ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করেছেন। এছাড়া বিচারাধীন আসামি ববিত সিং ও অমিত সিং যথাক্রমে পেয়েছেন ৭৪ ও ৭২ ভাগ নম্বর।

অপর দুই আসামি চিরাগ আর জয়গান্ত উভয়ে পেয়েছেন শতকরা ৬৭ ভাগ নম্বর।

আর উচ্চমাধ্যমিক পরীক্ষায় একই জেলখানার বাসিন্দা মোহাম্মদ ইনাম পেয়েছেন ৭০ ভাগ নম্বর। একই পরীক্ষায় অশোক পেয়েছৈন ৬৭, শেখর শর্মা ৬৪ ও গৌরব শর্মা ৬০ ভাগ নম্বর হাসিল করেছেন।

কারাপ্রধান রাকেশ সিংহ আরও জানান, বিচারাধীন কয়েদিদের মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, লুটপাটসহ ভয়াবহ সব অপরাধের অভিযুক্তরা আছেন। এনবিটি, এনডিটিভি

নিউজওয়ান২৪.কম/এনএস

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত