ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

১ রানের আক্ষেপ মুশফিকের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ২৬ সেপ্টেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইনিংসের চতুর্থ ওভারে যখন নামলেন দল তখন ১২ রানেই ২ উইকেট হারিয়ে ধুঁকছে। সেখান থেকে দলকে ভালো অবস্থানে টেনে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

কিন্তু ব্যক্তিগত ৯৯ রানে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির বলে সরফরাজ আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। আর সেই সঙ্গে ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন তিনি।

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে শুরুর ব্যাটিংয়ে নেমে ধাক্কা সামাল দিয়ে আবারও দারুণ ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম।

সেঞ্চুরি না পেলেও ৯ চারে ৯৯ রানের এই ইনিংসটি দলের রান সম্মানজনক অবস্থায় তুলতে সহায়ক হয়েছে। কিন্তু দলীয় ১৯৭ রানে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে ফিরেছেন তিনি।

এর আগে মোহাম্মদ মিথুনকে নিয়ে ইনিংস মেরামত করতে গিয়ে ৬৮ বলে ৫ চারে হাফসেঞ্চুরি তুলে নিয়েছিলেন মুশফিক।

নিউজওয়ান২৪/এসএ

খেলা বিভাগের সর্বাধিক পঠিত