হ্যাকের কথা স্বীকার করল মাইক্রোসফট
তথ্যপ্রযুক্তি ডেস্ক
ফাইল ছবি
আউটলুক ডটকম অ্যাকাউন্টে এক হ্যাকার বেশ কিছুদিন থেকে প্রবেশ করছেন বলে স্বীকার করেছে মাইক্রোসফট।
গত ১ জানুয়ারি থেকে ২৮ মার্চ সময়ের মধ্যে ওই হ্যাকার ব্যবহারকারীদের তথ্য নিয়েছে বলে ইমেইলের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে মাইক্রোসফট জানিয়েছে।
প্রতিষ্ঠানটি বলছে, তাদের যে ডেটা ইন্ডিকেটর রয়েছে সেটি থেকে তারা দেখেছে হ্যাকাররা ব্যবহারকারীর কিছু তথ্য দেখেছেন। কিন্তু তারা কোন ধরনের তথ্য দেখেছে বা হ্যাকাররা কোন ধরনের তথ্য নিয়েছে সেটা নিয়ে কিছু বলেনি।
প্রতিষ্ঠানটির একজন ব্যবহারকারীর কাছে এই বিষয়টি প্রথম নজরে আসে। তিনি দেখেন যে, তার অ্যাকাউন্টে অন্য কেউ অ্যাক্সেস করতে পারছেন। কিন্ত যেটা সম্ভব হওয়ার কথা ছিল না। তখনই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
এদিকে মাইক্রোসফটের এক মুখপাত্র জানান, হ্যাকার খুব বেশি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। এমনকি তারা খুব বেশি তথ্যও নিতে পারেননি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা প্রাথমিক ব্যবস্থা হিসেবে তাকে ব্লক করে দিই।
পরে মাইক্রোসফট তার ব্যবহারকারীদের পাসওয়ার্ড রিসেট দেবার জন্য অনুরোধ করেন।
মাইক্রোসফট ইমেইলে জানায়, তারা সবসময়ই ব্যবহারকারীদের ডেটা এবং প্রাইভেসি নিয়ে সোচ্চার। তারা কখনোই বিষয়টি নিয়ে আপোষ করে না। প্রতিষ্ঠানটি এই ঘটনাটি কেবল একটা নিছকই দুর্ঘটনা বলে জানিয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৬ সাল থেকে মাইক্রোসফট আউটলুক ব্যবহার হয়ে আসছে।
নিউজওয়ান২৪/ইরু
- লক করা ফেসবুক প্রোফাইল দেখুন খুব সহজে!
- গুগলের মতে দুনিয়ার `সবচেয়ে নির্বোধ প্রধানমন্ত্রী` মোদি!
- ফোন থেকে ফোনে এমবি পাঠাবেন যেভাবে
- চীন-রাশিয়ার রাডার ফাঁকিতে ব্যর্থ ব্রিটিশ স্টিল্থ
- কম্পিউটার ভাইরাসের ইতিহাস
- কোনটি শক্তিশালী হাইড্রোজেন বোমা নাকি পারমাণবিক বোমা?
- দূর করে নিন স্মার্ট ফোন নিয়ে ভুল ধারণাগুলো
- গোপন চুক্তিতে অ্যান্ড্রয়েডের দাম বাড়িয়েছে গুগল!
- ওলো ফোর জি নেটওয়ার্ক এবার সিলেট
- ‘আগামী ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে মানুষকে’
- শীর্ষে রোনালদো
- বিজয়ের মাসে দাম কমালো ওয়ালটনের স্মার্ট ও এলইডি টিভির
- আসছে রাজকীয় ২০১৭ ইয়ামাহা এসসিআর৯৫০
- কম্পিউটার রক্ষণাবেক্ষণ (পর্ব-০১)
- `ত্রিসূর্যা গ্রহ`: যেখানে ঘটে পরপর তিন সূর্যের উদয়-অস্ত