ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

হোয়াইট হাউসের সামনে বজ্রপাত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ৬ আগস্ট ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের পাশেই বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে  ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। খবর ওয়াশিংটন পোস্টের।

হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ আগস্ট) বজ্রপাতে চার জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যূ হয়।

ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিওতে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও অন্তত একটা ফায়ার ট্রাক দেখা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রবল বজ্রবৃষ্টি হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে হোয়াইট হাউসের পাশের ছোট্ট পার্কে আশ্রয় নিয়েছিলেন একদল মানুষ। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ২ নারী ও ২ পুরুষ মারাত্মকভাবে আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজওয়ান২৪.কম/রাজ

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত