ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

হে অকৃতজ্ঞ সন্তান! সাবধান!

তামিম রায়হান

প্রকাশিত: ০৯:৫৩, ২০ এপ্রিল ২০১৬   আপডেট: ১১:৪৩, ২৮ এপ্রিল ২০১৬

প্রতীকি চিত্র

প্রতীকি চিত্র

চীনের সাংহাই শহরে বুড়ো হয়ে হাসপাতাল ও বৃদ্ধাশ্রমে বাস করছেন অনেক মা-বাবা।

ব্যস্ত সন্তানরা তাদের এই জনক-জননীদের কোনো খবর নিতে আগ্রহ বোধ করে না। সেজন্য আগামী মাস থেকে সাংহাই শহরের বৃদ্ধ মা-বাবাদের সুবিধার্থে নতুন আইন কার্যকর করা হচ্ছে। এ আইনের আওতায় বুড়ো মা-বাবারা চাইলে তাদের সন্তানদের বিচার দাবি করতে পারবেন যদি তারা মা-বাবার প্রতি অবহেলা দেখায়। মা-বাবাদের অভিযোগের প্রেক্ষিতে অকৃতজ্ঞ সন্তানদের বিচারের মুখোমুখি করবে শহরটির কর্তৃপক্ষ।

রাশিয়ায় কোনো নারী গর্ভবতী হওয়ার পর যদি ১২ সপ্তাহ পার না হয়ে থাকে, তবে গর্ভপাত বৈধ। আর ধর্ষণের কারণে যদি কোনো নারী গর্ভবতী হন, তবে তিনি ২২ সপ্তাহের মধ্যে গর্ভপাত করতে পারেন।

কিন্তু এভাবে রাশিয়ার জনসংখ্যা কেবলই কমে যাচ্ছে। জনসংখ্যার হার বাড়াতে এবং গর্ভপাতের হার কমাতে রাশিয়া সরকার প্রস্তাব দিয়েছে- যেসব নারী গর্ভপাত থেকে বিরত থেকে সন্তান প্রসব করবেন কিন্তু তারা সন্তান প্রতিপালনে আগ্রহী নন, তাদের সন্তান রাশিয়ার সরকার কিনে নেবে। প্রতি সন্তানের বিনিময়ে গর্ভধারিণী পাবেন ৩,৭০০ মার্কিন ডলার। রাশিয়া কর্তৃপক্ষের আশা, এতে নারীদের ব্যাপক সাড়া পাবেন তারা।

এই হচ্ছে পৃথিবীর দুটি অন্যতম শক্তিধর দেশ চীন ও রাশিয়ার অবস্থা। যান্ত্রিক শক্তির দাপটে চীনে আজ অসহায় মা-বাবারা, আর রাশিয়ায় অসংখ্য মানবসন্তান আলোর মুখ দেখার সুযোগটুকু পাচ্ছে না। মানবতার এমন বিপর্যয়ে আইনের ভয় আর অর্থের প্রলোভন কতখানি কাজে আসবে- সেটাই দেখার বিষয়।
-এ দুটি খবর চীন ও রাশিয়ার সংবাদপত্রে ছাপা হয়েছে।

তামিম রায়হান: কাতার প্রবাসী তরুণ সাংবাদিক

নিউজওয়ান২৪.কম/একে

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত