ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

‘হিমেশকে এভাবে ফিরিয়ে দেয়া মোটেও উচিত হয়নি রানু মণ্ডলের’

প্রকাশিত: ১০:২৭, ৪ ডিসেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

কলকাতার রানাঘাটের রেল স্টেশনের সেই পাগলি রানু মণ্ডল এখন সেলিব্রেটি। লতা মঙ্গেশকরের গান গেয়ে প্রথমে ভাইরাল এরপরে হিমেশ রেশমিয়ার সঙ্গে ডুয়েট গান করে পেয়েছেন তারকা খ্যাতি।

গত বৃহস্পতিবার রানুর টানে কলকাতায় এসেছিলেন হিমেশ রেশমিয়া। নতুন বছরে তার নতুন ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’র আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই ছবির একটি গানেও হিমেশের সঙ্গে ডুয়েট করেছেন রানু। 

কিন্তু সেই সংবাদ সম্মেলনে হিমেশের পাশে পাওয়া যায়নি রানুকে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, কলকাতায় আসার আগে হিমেশ রানু সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু রানু মণ্ডল সে সময় মুম্বাই ছিলেন তাই তার ডাকে সাড়া দিতে পারেননি।

অবশ্য রানু মণ্ডলের এমন ব্যবহার অনেকেই বিরক্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রানুর এমন ব্যবহারে অনেকেই লিখেছেন, হিমেশকে এভাবে ফিরিয়ে দেয়া মোটেও উচিত হয় নি রানু মণ্ডলের। 

কলকাতার রানাঘাটের রেল স্টেশনের সেই পাগলি রানু মণ্ডল এখন সেলিব্রেটি। লতা মঙ্গেশকরের গান গেয়ে প্রথমে ভাইরাল এরপরে হিমেশ রেশমিয়ার সঙ্গে ডুয়েট গান করে পেয়েছেন তারকা খ্যাতি।

গত বৃহস্পতিবার রানুর টানে কলকাতায় এসেছিলেন হিমেশ রেশমিয়া। নতুন বছরে তার নতুন ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’র আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই ছবির একটি গানেও হিমেশের সঙ্গে ডুয়েট করেছেন রানু। 

কিন্তু সেই সংবাদ সম্মেলনে হিমেশের পাশে পাওয়া যায়নি রানুকে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, কলকাতায় আসার আগে হিমেশ রানু সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু রানু মণ্ডল সে সময় মুম্বাই ছিলেন তাই তার ডাকে সাড়া দিতে পারেননি।

অবশ্য রানু মণ্ডলের এমন ব্যবহার অনেকেই বিরক্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রানুর এমন ব্যবহারে অনেকেই লিখেছেন, হিমেশকে এভাবে ফিরিয়ে দেয়া মোটেও উচিত হয় নি রানু মণ্ডলের। 

নিউজওয়ান২৪.কম/রাণী