ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ১০ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে হিজড়াদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার (৯ মার্চ) সন্ধায় মিরপুরে ও রাত ১০ টায় সোহরাওয়ার্দী হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানীর শেরে-ই-বাংলানগর এলাকার সোনালী গ্রুপ চাঁদা আদায় করতে যায়। এ সময় ২০-২৫ টি পর্দা নিয়ে পালানোর সময় সোনালীকে আটক করে জনগন। এ সময় রাখি গ্রুপ নামে হিজরাদের ভিন্ন একটি গ্রুপের সহায়তায় স্থানীয়রা তাকে মিরপুর মডেল থানায় পাঠায়। এরপর থানার সামনে রাখি ও সোনালী গ্রুপের মধ্যে মারামারি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।

এরপর সোহরাওয়ার্দী হাসপাতালে উভয়পক্ষের আহত হিজরারা চিকিৎসা নিতে আসলে হাসপাতালের নিচতলায় দু গ্রুপের মধ্যে আবার সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপেরই প্রায় ২০ জন আহত হয়।

পরে শের-ই-বাংলানগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় সোনালী গ্রুপের হিজরাদের চিকিৎসা দেয়ার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয় ও সোহরাওয়ার্দী হাসপাতালে রাখি গ্রুপের হিজরাদের চিকিৎসা দেওয়া হয়।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত