ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

হাসপাতালে লিটন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৫, ১১ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ক্যারবীয় পেসার ওশানা থমাসের ১৪৫+ গতি যেকোনো ব্যাটসম্যানের জন্যই হুমকি স্বরুপ। ক্যারবীয়দের ভয়ানক পেস নিয়ে শুরু থেকেই কিছুটা ভীতি ভর করেছিল টাইগার ব্যাটসম্যানদের উপর। ব্যাতিক্রম ছিল না লিটন দাসের জন্যও।

ম্যাচের ২য় ওভারে ওশানা থমাসের ১৪০+ গতির ডেলিভারি সরাসরি লিটনের পায়ের এঙ্কেলে আঘাত হানে। ব্যাথায় আর উঠে দাড়ানোর অবস্থা তৈরি করতে পারেননি লিটন। যার কারণে ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। ফলে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে লেগ স্টাস্পে ইয়র্কার ছুড়েন ওশানে থমাস। বলটি ফ্লিক করতে যান লিটন দাস। তবে ব্যাটে-বলে হয়নি। সরাসরি আঘাত করে পেছনের পায়ের (ডান পা) গোড়ালিতে। বল চলে যায় লেগে। তা থেকে ১ রানও আসে। কিন্তু রান নিয়েই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বোঝা যায় আঘাতটি তীব্র ছিল। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। তাতেও লাভ হয়নি। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এ ওপেনার। সেখান থেকে সরাসরি হাসপাতালে। ব্যথা পাওয়া জায়গা এক্স-রে করাতে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

লিটনের পর ব্যাটিংয়ে নেমে রানের খাতা না খুলেই ফিরে যান ইমরুল কায়েস। থমাসের গতিতে পরাস্ত হয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

নিউজওয়ান২৪/ইরু

খেলা বিভাগের সর্বাধিক পঠিত