ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

হাসপাতালে ভর্তি আব্দুস সোবহান গোলাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৩, ২ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আব্দুস সোবহান গোলাপ গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে তিনি সুস্থ আছেন। তার চিকিৎসা চলছে।

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান জানান, রোববার (২ ডিসেম্বর) সকালে নির্বাচনী এলাকা কেন্দুয়া ইউনিয়নে গণসংযোগ করে মস্তফাপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আব্দুস সোবহান গোলাপ। এসময় তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলেছেন, আব্দুস সোবহান গোলাপ বর্তমানে শঙ্কামুক্ত আছেন।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত