ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

হার থেকে রক্ষা পাচ্ছে না রিয়াল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ২০ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

লা লিগায় একের পর এক হেরেই চলেছে রিয়াল মাদ্রিদ। লেভেন্তের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে পয়েন্ট তালিয়ার পাঁচ নম্বরে নেমে এসেছে তারা। রোনালদোবিহীন রিয়াল জয়ের দেখা পায়নি টানা পাঁচ ম্যাচ। ফরওয়ার্ডদের একের পর এক ব্যর্থতায় ৪৮০মিনিট পর গোল পেয়েছে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।

ম্যাচের ৬মিনিটেই এগিয়ে যায় লেভান্তে। সার্জিও পোস্তিগোর থ্রু বল বুঝতেই পারেননি ভারানে। এগিয়ে আসা কোর্তোয়াকে কাটিয়ে এগিয়ে যান হোসে মোরালেস। ৬ মিনিটের মধ্যেই বার্নাব্যুকে চুপ করিয়ে দিয়ে এগিয়ে যায় লেভান্তে।

১৩ মিনিটে ডি বক্সের বাইরে বল রাফায়েল ভারানের হাতে বল লাগায় ফ্রি কিকের সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছিল রিয়ালের খেলোয়াড়েরা। কিন্তু সে সেসবে কান না দিয়ে রেফারি সাহায্য নেন ভিএআরের। রিপ্লেতে দেখা যায়, হ্যান্ডবলের সময় ভারানে বক্সের মধ্যেই ছিলেন। পেনাল্টি থেকে রজারের শট থিবো কোর্তোয়ার হাতের ছোঁয়া নিয়ে জালে যায়। ফলে ২-০ গোলে এগিয়ে যায় লেভান্তে।

অন্যদিকে রিয়ালের ফরোয়ার্ডরা রীতিমতো হতাশ করেছেন। ১৬ মিনিটে মার্কো অ্যাসেনসিওর হেড প্রথমে গোল ঘোষণা করা হয়। তবে ভিএআরের সহযোগিতায় তা বাতিল করেন রেফারি। সার্জিও রামোসের হেড ক্রসবারে লেগে ফিরে আসা বলে হেড করেছিলেন অ্যাসেনসিও। কিন্তু রামোসের হেড নেওয়ার মুহূর্তে অফসাইডে ছিলেন এই উইঙ্গার।

১৬ মিনিটে রামোসের হেড ক্রসবারে লাগে। এরপর আরো কয়েকবার পোস্ট থেকে বেশ দূরে বল পাঠিয়েছে রিয়ালের খেলোয়াড়েরা। গোলবারেও বল লেগেছে দুইবার। এছাড়া অবিশ্বাস্য দক্ষতায় অনেকগুলো আক্রমণ প্রতিহত করেছেন লেভান্তে গোলরক্ষক ওয়ের। ৪২ মিনিটেই গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি লুকাস ভাসকেজ।

দ্বিতীয়ার্ধে বেল, বেনজেমা ও সেবায়োসকে নামিয়ে খেলার ধরন পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন লোপেতেগি। ধীরে ধীরে বলের দখল বাড়ে রিয়ালের। একের পর এক সুযোগও। কিন্তু ওয়েরকে হারাতে পারছিলেন না কেউ। অবশেষে ৭১ মিনিটে রিয়ালের কপাল ফিরল। ডান প্রান্ত থেকে ভাসকেজের ক্রস হেড করে বেনজেমার কাছে পাঠালেন বেল। বেনজেমা সে বল সতীর্থ ফরোয়ার্ড মারিয়ানোর দিকে না পাঠিয়ে দিলেন মার্সোলোর কাছে। এমন সিদ্ধান্তই দ্বিধায় ফেলে দিল লেভান্তেকে। ফাঁকায় বল পেয়ে দুর্দান্ত এক শটে গোল করলেন মার্সেলো। ৪৮০ মিনিট পর গোল পেল রিয়াল!

৭৫ মিনিটেই সমতা প্রায় ফিরিয়ে এনেছিলেন বেনজেমা। কিন্তু তাঁর বাঁকানো শট ওয়েরকে ফাঁকি দিয়েও গিয়ে লাগল পোস্টে! এরপরও একের পর এক আক্রমণ করে গেছে রিয়াল। কিন্তু ৪৮০ মিনিট পরে প্রথম গোল পাওয়া দলটি পরের ১৯ মিনিটে আরেকটি গোল করতে পারেনি। ৮৭ মিনিটে মারিয়ানো জালে বল পাঠিয়েছেন কিন্তু সেটাও অফসাইডে বাতিল হয়েছে। বেনজেমার হেড ওয়ের ঠেকিয়ে দিলে মারিয়ানো ফিরতি বল জালে পাঠান। কিন্তু বেনজেমার হেডের সময় অফসাইডে ছিলেন মারিয়ানো।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখেই মাঠ ছেড়েছে লেভান্তে। আর ৯ ম্যাচে তৃতীয় হারে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচে রিয়াল। আগামীকালের মধ্যেই সাত বা আটে নেমে যেতে পারে তারা। এমন অবস্থায় লিগে পরের ম্যাচই এল ক্লাসিকো। লোপেতেগি এ দল নিয়েই ন্যু ক্যাম্পে যাবেন বার্সেলোনার মুখোমুখি হতে। এখন ততদিন পর্যন্ত লোপেতেগুইর চাকরি থাকলে হয়!

নিউজওয়ান২৪/এএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত