ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

হামলাকারী সোহাগ প্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৮, ১৮ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত বুধবার নয়াপল্টনে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙ্গচুরসহ আগুন ধরিয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা। আর সেই নাশকতায় জড়িত থাকা সোহাগ ভূইয়াকে আটক করেছে পুলিশ। তাকে ধরতে প্রথমে বোন সেলিনাকে আটক করা হলেও সোহাগকে আটকের পর বোনকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

তবে সোহাগের বাবা অভিযোগ করেন, রবিবার শাহজাহানপুর থেকে তার ছেলে সোহাগকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আর ডিবির ডিসি (পূর্ব) খন্দকার নুরুন্নবী ছাত্রদল নেতা সোহাগকে আটকের বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে আটকের চেষ্টা চলছে।

ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিশু বিশ্বাস জানান, ভিডিও ফুটেজ দেখে আমরা হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছি। এর মধ্যে সোহাগ অন্যতম। ঘটনার দিন সোহাগ গ্যাবডিং প্যান্ট ও পাতা কালালের শার্টের বোতাম খোলা অবস্থায় লাঠি হাতে হামলা ও ভাংচুর করে। এরপর থেকে পুলিশ তাকে খুঁজছিল। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত