ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

হবিগঞ্জে শ্রমিকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০২, ২৯ সেপ্টেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি অটোরিকশা এবং ব্যাটরিচালিত ইজিবাইক (টমটম) শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজারে শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়।

গুরুতর আহত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের শানুর খান (৩৫), জাহাঙ্গীর খান (৩২) ও জালালপুর গ্রামের আছদ উল্লাহকে (৫০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই এমরান হোসেন জানান, যাত্রী উঠানো নিয়ে কসবা গ্রামের টমটম শ্রমিকরা আলীগঞ্জের এক টমটম শ্রমিককে মারধর করেন। এ ঘটনার জেরে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের শ্রমিকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিউজওয়ান২৪/টিআর

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত