ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

স্বামী-স্ত্রীর কৌতুক!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ২ অক্টোবর ২০১৮  

স্ত্রী : আমার এক ব্যাগ পুরনো জামা কাপড় জমে আছে। দান করে দিতে হবে।

 

স্বামী : দান আবার কাকে করবে! ফেলে দাও না সব।

স্ত্রী : আরে না। কত ক্ষুধার্ত দুর্বল মানুষ আছে, তাদের কাজে আসতে পারে এসব।

স্বামী : প্রিয়তমা – যারা তোমার সাইজের জামা কাপড়ে ফিট করবে তারা আর যাই হোক, ক্ষুধার্ত আর দুর্বল হতে পারে না।

… তারপর শুরু হলো থালা ভাঙা – কাঁচ ভাঙা আর কি কি সমস্ত ভাঙাভাঙি’র আওয়াজ!

নিউজওয়ান২৪/আরাওডব্লিউ

ইত্যাদি বিভাগের সর্বাধিক পঠিত