ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ:

স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ১৮ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে শেখ হেলাল উদ্দীন এমপির একমাত্র ছেলে শেখ সারহান নাসের তন্ময়। সুদর্শন, বিনয়ী, তেজোদীপ্ত ও তারুণ্যের প্রতীক তন্ময় শেখ পারিবারের সর্ব কনিষ্ঠ সদস্য। বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের মধ্যে রাজনীতিতে আসা এ তরুণ বাগেরহাট-২ আসন থেকে একাদশ নির্বাচনে নৌকার মাঝি হয়েছেন। 

শেখ সারহান নাসের তন্ময় লন্ডন থেকে উচ্চ ডিগ্রি নিয়ে দেশে ফিরে ২০১৫ সালে বিয়ে করেন। তার স্ত্রীর নাম শেখ ইফরাহ তন্ময়। তিনি পেশায় একজন শিক্ষক। স্বামীর সঙ্গে স্ত্রী ইফরাহও নেমেছেন নির্বাচনী প্রচারণায়। তিনি বিভিন্ন স্থানে গিয়ে আওয়ামী লীগের জন্য ভোট চাইছেন। 

তিনিও স্বামী তন্ময়ের মতো সকলের নজড় কেড়েছেন। বজ্রকণ্ঠের অধিকারী তন্ময় ‘সিনেমার নায়কের’ মতোই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তন্ময়ের সুদর্শন চেহারার কারণে অনেকেই তাকে সিনেমার নায়ক হিসেবে দেখারও আগ্রহ প্রকাশ করেছেন।

তন্ময়ের বাবা শেখ হেলাল উদ্দীন এবারও বাগেরহাট-১ থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন। আর মেজো চাচা শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনে মনোনয়ন পেয়েছেন। ২০০১ সালে প্রধানমন্ত্রী যখন বাগেরহাট-১ আসনে নির্বাচন করেন, তখন থেকেই তন্ময় রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন। এরপর বিদেশে পড়ালেখার ফাঁকে ফাঁকে দেশে এলেই দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ভোট চাওয়ার ভিডিওটি দেখুন

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত