সৌম্য সুযোগ পেলে রাব্বি নয় কেন?
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
অভিষেকের পর মাত্র ২ ম্যাচ খেলেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়লেন ফজলে রাব্বি। সবচেয়ে বেশি বয়সে বাংলাদেশের হয়ে অভিষেক হলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তাই দুই ম্যাচের ব্যর্থতায় যে তাকে দল থেকে বিদায় নিতে হবে সেটা প্রায় নিশ্চিত ছিল। তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণার পর সেই আশঙ্কাই এবার সত্যি হলো। ফজলে রাব্বির বদলে দলে আবারো সুযোগ পেলেন সৌম্য সরকার।
অভিষেকের পর একজন ব্যাটসম্যানের জন্য যেই সময়টা প্রয়োজন সেই সময়টা পেলেন না ফজলে রাব্বি। দুই ম্যাচেই অনেকটা দৃষ্টিকটুভাবে আউট হন রাব্বি। সে কারণে তৃতীয় ওয়ানডেতে দলে যে থাকবেন না সেটা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে প্রথম দুই ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন এমন খেলোয়াড় পাওয়াটাও দুষ্কর। বাংলাদেশ এরইমধ্যে ২-০তে সিরিজ জয় করেছে। সেখানে শেষ ওয়ানডেতে ফজলে রাব্বিকে সুযোগ দেয়াই যেত। গতকাল মাশরাফি বিন মর্তুজাও ফজলে রাব্বিকে দলে নেয়ার ব্যাপারে মত দিয়েছিলেন।
কিন্তু নির্বাচকদের কাছে ফজলে রাব্বির বদলে সৌম্য সরকারকেই সুযোগ দেয়া উচিত বলে মনে হয়েছে। এর বড় কারণ অবশ্য সৌম্যর ঘরোয়া লিগে ধারাবাহিক পারফরম্যান্স। এদিকে, ফজলে রাব্বির ব্যর্থতাই সৌম্যকে আবারো দলে সুযোগ এনে দিয়েছে। যদিও শুরুতে সৌম্য সরকারকে জিম্বাবুয়ে সিরিজের জন্য বিবেচনাতেই আনেননি নির্বাচকরা। সৌম্য সরকারকে দলে ফেরানোর জন্য একের পর এক সুযোগ দেয়া হলেও ফজলে রাব্বির মতো নতুন খেলোয়াড়কে মাত্র ২ ম্যাচ খেলিয়ে বসিয়ে দেয়াতে অনেকেই অবাক হয়েছেন।
নিউজওয়াল২৪/এসআই
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল