ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

সেবক হত্যা: গাল কাটা হাশেম রিমান্ডে

জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৯:৫৫, ১৩ জুন ২০১৬   আপডেট: ০১:২৪, ১৮ জুন ২০১৬

নিত্যরঞ্জন পাণ্ডে হত্যায় জড়িত সন্দেহে আটক আবুল হাশেমকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে

নিত্যরঞ্জন পাণ্ডে হত্যায় জড়িত সন্দেহে আটক আবুল হাশেমকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে

পাবনা: জেলার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পানণ্ডে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আবুল হাশেম (৫৪) ওরফে গাল কাটা হাশেম নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার মধ্যরাতে তাকে আটক করা হয়।

হাশেম সদর উপজেলার হেমায়েতপুর গ্রামের মৃত ফকির শেখের ছেলে। এ নিয়ে চাঞ্চল্যকর পাণ্ডে হত্যা মামলায় দুইজনকে আটক করা হলো।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে হেমায়েতপুর গ্রামের নিজ বাড়ি থেকে সেবক হত্যায় জড়িত সন্দেহে আবুল হাশেম ওরফে গাল কাটা হাশেমকে আটক করা হয়েছে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দুপুর তিনটায় তাকে পাবনা আমলী আদালত-১ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নাজিমুদ্দৌলা ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক। তিনি জানান, সম্পূর্ণ সন্দেহের বশবর্তী হয়ে হাশেমকে আটক করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা আছে কিনা তা নিশ্চিত না হয়ে তাকে গ্রেপ্তারের তীব্র বিরোধিতা করে আমাদের পক্ষের যুক্তি আদালতে উপস্থাপন করে আসামির জামিন আবেদন করেছি। কিন্তু বিচারক উভয় পক্ষের শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত: গত শুক্রবার (১০) জুন ভোরে পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন রাতে সদর উপজেলার বাজিতপুর থেকে জড়িত সন্দেহে আরিফুল ইসলাম নামে এক শিবির নেতাকে আটক করে পুলিশ। আবুল হাশেম ওরফে গাল কাটা হাশেমকে এরপর রোববার আটক করা হলো আবুল হাশেম ওরফে গাল কাটা হাশেমকে।

নিউজওয়ান২৪.কম/এসআর/আরকে

সেবক হত্যা: এবার শিবির আরিফুল ৫ দিনের রিমান্ডে

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত