সেনা সদস্য হত্যায় ৩০ জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে সেনা সদস্যকে পিটিয়ে হত্যার সেই ঘটনায় নিহত সেনা সদস্য মো. আজিজুলের ছোট ভাই মো. রাসেল বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা নং- ০৫(০৩)১৯। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আর ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের ফিরোজ মোল্লার ছেলে খায়রুল মোল্লা (২২), আজাদ মোল্লার ছেলে আকরাম মোল্লা (২৬), মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৬৬), রফিক মোল্লার ছেলে মিল্টন মোল্লা (১৯), রাজ্জাক মোল্লার ছেলে মমিনুল মোল্লা (৪০)। উল্লেখ্য গ্রেপ্তারকৃত মিল্টন মোল্লা এবারের এসএসসি পরিক্ষার্থী। আজকে তার শেষ প্র্যাকটিকাল পরিক্ষা ছিল।
অবশ্য আদালতে প্রেরণ করার পূর্বে থানা পুলিশের পক্ষ থেকে আজ তাকে পরিক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরিক্ষা শেষে প্রেরন করা হয়
উল্লেখ্য, নিহত সেনাসদস্য আজিজুলের ছোট ভাই রাসেলের সাথে একই গ্রামের কামরুল মোল্লার সাথে বাকবিতন্ডা ও মারপিটের ঘটনার সুরাহা করতেই গতকাল (৮ মার্চ) সকালে গ্রামে আসে আজিজুল। কিন্তু বিচারের আগেই প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় হাসপাতালে নেওয়া অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন আজিজুল।
নিহত স্বজনদের সাথে কথা হলে তারা অতিদ্রুত এ ঘটনার মূলহোতা কামরুল, শাকিলসহ বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে ওসি ( মির্জাপুর) একেএম মিজানুল হক জানান, সেনা সদস্য হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ৫ জনকে গ্রেপ্তারের পর আজ (০৯ মার্চ) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বাকি অন্যান্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজওয়ান২৪/ইরু
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- হায়রে পিশাচ মা!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ
- এলেমদার প্রতারক: মক্কেলদের চড়াতেন প্লেনে রাখতেন রেডিসনে