সেই ভুয়া মামলা খারিজ, নির্দোষ এসি ইফতেখায়রুল
নিজস্ব প্রতিবেদক

ডেমরা জোনের সহকারি কমিশনার (এসি) ইফতেখায়রুল ইসলাম
সৎ ও যোগ্য পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ডেমরা জোনের সহকারি কমিশনার (এসি) ইফতেখায়রুল ইসলামসহ ১৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি ভিত্তিহীন প্রমাণ হওয়ায় খারিজ করে দিয়েছেন ঢাকা সিএমএম কোর্ট (৫ নং)।
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী রোববার মামলাটি খারিজ করে দেন।
এর আগে গত ১২ জুলাই ঢাকা সিএমএম কোর্টে যাত্রাবাড়ীর ভুয়া ‘সাংবাদিক’ ও চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরমান উল্লাহ খান ওরফে নিরব এ মামলাটি দায়ের করেন।
ঢাকা মহানগর আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, নিজের অপকর্ম চলমান আর পুলিশকে নিস্ক্রীয় রাখতে সে মোটা টাকা ও মাদক ব্যবসায়ে নিয়মিত বখরার প্রলোভন দেখায়। কিন্তু তাতে টলাতে পারেননি এসি ইফতেখায়রুলসহ অন্যদের। তাকে আইনের আওতায় আনতে তৎপর হয় পুলিশ। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই পুলিশ হেডকোয়ার্টার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ দিয়ে তাদের হয়রানি করতেন নিরব। কয়েকমাস আগে যাত্রাবাড়ী থানা পুলিশ সায়েদাবাদ রেললাইন এলাকা থেকে ফেনসিডিল, ইয়াবা, নেশা জাতীয় ইনজেকশন ও হেরোইনসহ নিরবকে গ্রেপ্তার করে। এবার সংশ্লিষ্টদের নিজের ইচ্ছামতো পটাতে না পেরে নয়া ফন্দি নেন নিরব। তিনি স্ত্রী শাহানা আক্তারকে দিয়ে আদালতে এ মামলা করান।
মামলায় বলা হয়, পুলিশ তার স্বামীর কাছে চাঁদা দাবি করেছিল, না পেয়ে অন্যায়ভাবে মারধর করেছে।
এ ব্যাপারে পুলিশের ডিসি (প্রসিকিউশন) আনিসুর রহমান তখনি দাবি করেছিলেন, নিরব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মামলা থেকে বাঁচতেই স্ত্রীকে দিয়ে আদালতে মামলা করিয়েছেন তিনি।
উল্লেখ্য, একাধিক মাদক মামলার আসামি নিরব সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় দাপটের সঙ্গে ইয়াবা-হেরোইন-ফেনসিডিলের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। জানা গেছে, তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানাতেই তিনটি মামলা আছে।
নিউজওয়ান২৪/টিআর
- কুমিল্লার এক মামলায় জামিন পেলেন খালেদা
- জঙ্গি অর্থায়ন: শাকিলার জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত
- ফাঁসির মঞ্চ নেই ফেনীতে: কুমিল্লা-চট্টগ্রাম জেলে যাবে রাফির খুনিরা
- জামিন আবেদন নাকচ, ‘শিক্ষা প্রতিমন্ত্রী’ কারাগারে
- আবরার হত্যা: কারাগারে ‘পিটুনি-সম্বর্ধনা’ অনিককে
- খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- রেনু হত্যায় গুজব রটনাকারী রিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- কারাগারে নেয়া হচ্ছে খালেদাকে
- ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা
- সস্ত্রীক জামিন পেলেন মির্জা আব্বাস
- অরিত্রীর আত্মহত্যা: মামলার প্রতিবেদন ৯ জানুয়ারি
- ৯ বছর পর জানা গেল!
ডিভোর্সড স্ত্রীকে বারবার দেখতে যাওয়ার মাশুল... - প্রেমিক সৈকত যে কারণে রুম্পাকে হত্যা করে বলে সন্দেহ পুলিশের
- পাপিয়াকাণ্ডে মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে এমপির মামলা
- সেফুদার বিরুদ্ধে বাংলাদেশ ও অস্ট্রিয়ায় দুই মামলা