সুযোগ হাতছাড়া করেছি : মাহমুদউল্লাহ
নিউজ ডেস্ক
ফাইল ছবি
হ্যামিল্টনে নিউজিল্যান্ডের কাছে সিরিজের প্রথম টেস্টে ৫২ রান ও ইনিংস ব্যবধানে হেরেছ বাংলাদেশ। রানের ব্যবধানটা হয়তো আরো বেশি হতে পারতো। কিন্তু সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর দুইটি লড়াকু ইনিংসে তা হয়নি। দুইজনের ব্যাট ভর দিয়ে বরং আশার আলোই দেখতে পাচ্ছিল বাংলাদেশ শিবির।
বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অল আউট হয় ২৩৪ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৭১৫ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এই বিপুল রানের বোঝা নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২৬ রানেই চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে দলকে অনেক দূর টেনে নিয়ে যায় মাহমুদউল্লাহ-সৌম্যার ২৩৫ রানের জুটি।
সেঞ্চুরি তুলে নেন সৌম্য ও মাহমুদউল্লাহ। ৫টি ছক্কা ও ২১টি চারে সাজিয়ে ১৪৯ রান করে আউট হন সৌম্য। মাহমুদউল্লাহ নিজেও করেন ২২৯ বলে ১৪৬ রান। যাতে ছিল ৩টি ছক্কা ও ২১টি চারের মার। এছাড়া তামিম প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করেন।
ম্যাচ শেষে আরো কিছু রানের জন্য হাহাকার ঝড়ে পড়ল মাহমুদউল্লাহর কণ্ঠে। হ্যামিল্টনের ব্যাটিং সহায়ক উইকেটে সুযোগ হাতছাড়া হয়েছে মন্তব্য করে তিনি বলেছেন, ‘উইকেট খুবই ব্যাটিং সহায়ক ছিল। আমার মনে হয় প্রথম ইনিংসে আমরা সুযোগ হাতছাড়া করেছি। আরও একজন কেউ যদি বড় স্কোর করতে পারত হয়তবা আজকে ভিন্ন কিছু হতো।’
তবে এর মধ্যে সৌম্যর ভূমিকার প্রশংসা করেছেন অধিনায়ক, ‘আমার মনে হয় ওই সময়টাতে সৌম্যের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল। ও খুব স্বচ্ছন্দে ব্যাট করছিল। সুযোগগুলো ও নিচ্ছিল। এবং আপনি যদি দেখেন বোলার ভালো বাউন্সার করছিল এবং ওই সময় যদি বাউন্ডারি মারতে পারেন, ওভারে চার-পাঁচ করে আসতে পারে তখন বোলারের জন্য হতাশা তৈরি হয়। তো ওই কাজটা সৌম্য খুব ভালো করছিল।’
তামিমের ইনিংস নিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘তামিমের একটা বিষয় বলতে চাই, একটা পর্যায়ে তামিমকে যখন একের পর এক বাউন্সার মারছিল। ও সবচেয়ে ভালো পুল হুক খেলে। ওই সময়টায় ও সারভাইভ করে।’
তবে এই টেস্টের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের বোলারদের সম্পর্কে এটা ধারনা পাওয়া গেছে বলে মনে করেন মাহমুদউল্লাহ। আশা করছেন এই অভিজ্ঞতা কাজে লাগবে পরবর্তীতে, ‘ওরা গতির বৈচিত্র্যে দারুণ বল করে, নতুন বলে সুইং করার চেষ্টা করে, বল পুরনো হলে শর্ট বল করে। আশা করি আমাদের ব্যাটসম্যানদের একটা ধারণা হয়ে গেছে। এইগুলা চিন্তা করে যেন দ্বিতীয় টেস্টে নামতে পারি তাহলে ভালো কিছু সম্ভব।’
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল