ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

সীতাকুন্ডে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়েসহ নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:০২, ২৯ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুন্ডে রোববার রাতে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ভাটিয়ারী ইউপির মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাটিয়ারীতে বিএসবিএ হাসপাতালে নেয়ার পর সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন কাশেম প্রকাশ তোয়ান আলী, মেয়ে সোমা আক্তার ও অজ্ঞাত এক ব্যক্তি। নিহত তোয়ান আলী উপজেলার মাদামবিবিরহাট এলাকার বাসিন্দা।

আহতরা হলেন তোয়ান আলীর স্ত্রী রেখা আকতার ও অজ্ঞাত আরও একজন।

স্থানীয়রা জানান, চট্টগ্রামমুখী একটি ট্রেন মাদামবিবিরহাট এলাকা অতিক্রমকালে তোয়ান আলীর মেয়েসহ ও অজ্ঞাত এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

ভাটিয়ারী রেল স্টেশন মাস্টার ইমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত