ঢাকা, ০৭ মে, ২০২৫
সর্বশেষ:

সীতাকুণ্ডে পেট্রোল বোমা হামলা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৭, ২৫ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে নৌকার গণসংযোগে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা হামলায় দগ্ধ ৩ আহত আরো ৭ আওয়ামী লীগ কর্মী। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার মাদাম বিরিহাটে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সীতাকুণ্ডের এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি  বলেন, তাদের মধ্যে তিনজন দগ্ধ। অন্যজন শরীরে আঘাত পেয়েছেন।

এদিকে চট্টগ্রাম-৪ আসনের বর্তমান সাংসদ দিদার বলেন, দুপুরে তিনি যখন সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন, তখনই তার কর্মীদের ওপর হামলা করে পেট্রোল বোমা ছোড়া হয়।  

তিনি অভিযোগ করে বলেন, আমার বিপক্ষের প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে। আমার কর্মীদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়েছে।

নিউজওয়ান২৪

 

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত