সিরিজে টিকে থাকার লড়াই বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে আজ বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ফেরার লড়াইয়ে ম্যাচটি শুরু হবে বিকেল ৫ টায়।
টেস্ট ও ওয়ানডেতে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টিতে এসে পাল্টে গেছে ভেবাবাজির মতো। সিলেটে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে উল্টো চালকের আসনে বসে গেছে তারা। তিন ম্যাচের সিরিজে সফরকারীরা এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
মিরপুর টাইগারদের হোমগ্রাউন্ড। দীর্ঘদিনের চেনা। আবার অচেনাও বটে। তার কারণ মিরপুরের ‘আনপ্রেডিক্টেবল’ উইকেট। নিজেদের চেনা উইকেটের চরিত্র কেমন হবে তা আগে থেকে বলা মুশকিল। ফলে দ্বিতীয় টি-টুয়েন্টিতে টাইগারদের সামনে চ্যালেঞ্জ শুধু ক্যারিবীয় পেসাররাই নয়, মিরপুরের উইকেটের রহস্যকে মোকাবেলা করতে হবে সাকিব আল হাসানের দলকে।
তবে আরেকটি বিষয়ও ভাবাচ্ছে বাংলাদেশ শিবিরকে। সেটি আবহাওয়া। গত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে হঠাৎ নামা ঠাণ্ডা চিন্তায় ফেলে দিয়েছে। বুধবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন সৌম্য সরকার। আবহাওয়ার বিষয়টি তুলে তিনি বলেছেন, ‘এমন আবহাওয়ায় পেস বোলাররা একটু কার্যকর থাকে। আমাদের ওভাবে সামলাতে হবে। শুরুতে আমাদের কিছু ওভার দেখতে হবে। আবার টি-টুয়েন্টির মেজাজ বুঝেও খেলতে হবে।’
এদিকে মিরপুরের উইকেটকে ‘আনপ্রেডিক্টেবল’ বললেও আশার কথাই শুনিয়েছেন সৌম্য, ‘এই মাঠ তো বিশ্রাম পেয়েছে। একই মাঠে টানা খেলা হলে হয়তো মাঠ-কর্মীরা সময় কম পেত। এখানে তো সময় পেয়েছে উইকেট তৈরি করতে। আমার কাছে মনে হয় না উইকেট নিয়ে সমস্যা হবে।’
সংবাদ সম্মেলনে যাই বলা হোক খেলাটা হবে মাঠে। আর সেখানেই লড়াই করতে হবে বাংলাদেশকে। সিলেটে ব্যাটে-বলে যে আগ্রাসী ওয়েস্ট ইন্ডিজকে দেখা গেল, তাতে তাদের সামলাতে সঠিক পরিকল্পনা নিয়ে নামতে হবে টাইগারদের। প্রত্যেকটি বিভাগে ভালো করতে হবে। তবেই কেবল সিরিজে ফেরা সম্ভব।
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল