সিভি জমা দিলেই চাকরি
নরসিংদী প্রতিনিধি

ছবি: সংগৃহীত
৪র্থ বারের মত জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ শুরু হচ্ছে আজ। দেশব্যাপী উন্নয়ন মেলার ধারাবাহিকতায় নরসিংদী জেলা প্রশাসন তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে। এবার ব্যতিক্রম কিছু উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা শিল্পকলার সামনে এ মেলায় থাকছে মোট ১০৫টি স্টল। আর জব কর্ণারে সিভি জমার দেয়ার সঙ্গে সঙ্গে মিলবে চাকরি।
সরকারের উন্নয়নের বাস্তব চিত্রের সুফল জনগণকে দেখাতে এবং তাদের নিটক পৌঁছে দিতে ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন নিয়েছেন ব্যতিক্রম উদ্যোগ।
জেলায় যে সকল ব্যকার যুবক-যুবতী রয়েছে তাদের জন্য মেলা একটি জব কর্ণার রাখা হয়েছে। এখানে যে কোনো বেকার চাকরির জন্য সিভি জমা দিতে পারবে। আর সিভি জমা দেয়ার সঙ্গে সঙ্গে নরসিংদীর নামি-দামি শিল্প প্রতিষ্টানে চাকরি সুযোগ মেলবে। ওই দিনই তাদের নিয়োগ পত্র প্রদান করা হবে। উন্নয়ন মেলায় এমন উদ্যোগ বাংলাদেশের আর কোনো জেলায় নেয়া হয়নি। এ খবর ছড়িয়ে পড়লে মেলা শুরু হবার আগে থেকেই বেকার যুবক-যুবতীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।
এ ব্যাপারের জানতে চাইলে ডিসি সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, আমি নরসিংদীতে কাজ করার সুবাদে কিছু মায়ের সন্তানের জন্য চাকরি না পাওয়ার আকুতি দেখেছি। তাদের ছেলে মেয়ে শিক্ষিত কিন্তু চাকরি পাচ্ছে না। কোনো মায়ের শিক্ষিত সন্তান যেন চাকরি ছাড়া না থাকে। আমি সে লক্ষ্যে সরকারের বড় একটি সাফল্য উন্নয়ন মেলার মাধ্যমে ব্যকারদের চাকরির সুযোগ করে দিতে চাই। নরসিংদীর অনেকগুলো শিল্প প্রতিষ্টানে ভালো বেতনে সিভি জমা দেয়া সঙ্গে সঙ্গেই যে কোনো পদে চাকরির সুযোগ করে দিবে। আমি সকল শিল্পপতিদের সঙ্গে কথা বলেছি। এছাড়া মহিলাদের সাজ সজ্জার জন্য একটি পালার স্টল থাকবে। এটাও ব্যতিক্রম একটি উদ্যোগ।
নিউজওয়ান২৪/টিআর
- ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা
- পরকীয়া, গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেলিংয়ের জটিল কাহিনী
- পুলিশ ঘটনার শেষে নয়, আগেও আসে তাহলে!
- গাছের পাতা চুরি: রংপুরে বেগম রোকেয়া কলেজে তুলকালাম
- ত্রিশালে ‘অলৌকিক পানি’, ১৪৪ ধারা জারি
- টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার
- সবুজ পাতার খামে হেমন্তের চিঠি
- সীমান্তরক্ষায় বিজিবিতে এবার নারী
- আধমণের হরিণ গিলে খেল পনের ফুটের অজগর (ভিডিও)
- নয়াপল্টনে হঠাৎ ড্রোন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক!
- শিকলে বাঁধা বাকপ্রতিবন্ধী ছেলের জন্য কেঁদে মরছেন মা-বাবা
- জামিন নামঞ্জুর, মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা তাপস সাহা জেলহাজতে
- ছাগলনাইয়ার ‘উভয় পক্ষের লোক’ যুবলীগ নেতা ফারুক!
- ব্যবসায়ী সাইফুল সাভারে মুক্ত
- ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হয়নি: শেখ হাসিনা