ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

সিনেমা থেকে রাজনীতিতে, কে এই শায়লা? (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৩, ২৮ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনের মনোনয়ন পেয়েছেন অশ্লীল যুগের নায়িকা শাহরিয়ার ইসলাম শায়লা। এই আসনে বিকল্প রেখে দুজনকে মনোনয়নের চিঠি দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। অন্যজন হলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। শেষ পর্যন্ত দল কার মনোনয়ন নিশ্চিত করে সেটা দেখার অপেক্ষা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করেছেন ‘তেজী মেয়ে’ শায়লা। তার পুরো নাম শাহরিয়ার ইসলাম শায়লা। তিনি ঢাকাই সিনেমার এক সময়ের (অশ্লীল যুগের) নায়িকা।

শায়লার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘ওরা কারা’, ‘ফুটপাতের শায়েনশাহ’, ‘নষ্টা মেয়ে’, ‘জ্বলন্ত নারী’, ‘ধর মফিজ’, ‘তেজী মেয়ে’, ‘যৌথ হামলা’সহ বেশ কিছু চলচ্চিত্র। তবে এর বেশির ভাগ সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করেন তিনি। তবে ‘ওরা কারা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন শায়লা।

তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রামে। বাবার নাম মো. ওহাব মাতুব্বর, মায়ের নাম মঞ্জু বিবি। জন্ম ১৮ জুন ১৯৮৮। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করেন শায়লা। গত কয়েক বছর যাবৎ এলাকায় আসছেন, আর এই সময়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত হন।

রাজনৈতিকভাবে শায়লা বিএনপির জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা- জাসাস এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

এর আগে, বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছেন তিনি, দল তার এই নির্যাতনের কথা বিবেচনায় রেখেই মনোনয়ন দিয়েছেন বলেও জানান শায়লা। বুধবার মনোনয়নপত্র জমা দিবেন তিনি। 

তবে সিনেমা থেকে রাজনীতিতে, জয় নিয়ে আশা কতটুকু? এমন প্রশ্নের জবাবে শায়লা বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

চলতি বছরের ৮ ও ২৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে আন্দোলন চলাকালে পুলিশি নির্যাতনের শিকার হন শায়লা। যা ওই সময়ে গণমাধ্যমে বেশ আলোচিত হয়।

তার ‘আপত্তিকর’ দৃশ্যের একটি ভিডিও দেখুন এখানে: 

নিউজওয়ান২৪/জেডআই