ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

সাব্বির পরিচয়ে প্রেমের প্রতারণা, অতপর...

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮, ২১ নভেম্বর ২০১৮  

ক্রিকেটার সাব্বির রহমান

ক্রিকেটার সাব্বির রহমান


জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে এক তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে মামুনুর রশিদ ওরফে হিমেল নামের এক যুবকের বিরুদ্ধে। খবর পেয়ে সাব্বির ওই যুবককে ধরে মঙ্গলবার রাতে থানায় নিয়ে যান। 

পরে অভিযুক্তের পরিবার ক্ষমা চাইলে সাব্বির অভিযোগ তুলে নেন। রাজশাহী মহানগীর বোয়ালিয়া থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, অভিযুক্ত ওই যুবকের নাম মামুনুর রশিদ ওরফে হিমেল। তার বাড়ি উপশহর এলাকায়। ওই যুবক তার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে এক তরুণীর সঙ্গে প্রতারণা করছিলেন। ওই তরুণী সাব্বির রহমানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাকে জানান।

এরপর মঙ্গলবার রাত ৮টার দিকে সাব্বির ওই তরুণকে ধরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় নিয়ে যান। একটি লিখিত অভিযোগও দেন। কিন্তু পরে অভিযুক্তের পরিবার থানায় আসেন। তারা ঘটনার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে সাব্বির রহমান তার অভিযোগ প্রত্যাহার করে নেন। রাত সাড়ে ১০টার দিকে মুচলেকা নিয়ে অভিযুক্ত যুবককে বোয়ালিয়া থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

নিউজওয়ান২৪/এএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত