ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

সাবেক এমপিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ২৭ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

পাকিস্তান সংসদের সাবেক সদস্য ও মুত্তাহিদা কওমি পার্টির নেতা সৈয়দ আলী রেজা আবিদিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার করাচিতে নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অস্ত্রধারী দুজন মোটরসাইকেল আরোহী আবিদির গাড়ি থামিয়ে তার বাড়ির সামনেই তাকে গুলি করে। 

ঘটনার পর সৈয়দ আলী রেজাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়। ময়নাতদন্তে তার ঘাড় ও শরীরে দুটি বুলেট পাওয়া গেছে।

পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে। এ ছাড়া ফরেনসিক বিশেষজ্ঞ ও তদন্তকারীরাও ঘটনাস্থলে গিয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে।

এদিকে, অপরাধীদের দ্রুত ধরে আইনের আওতায় আনার পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ। দ্রুত প্রতিবেদন জমা দেয়ার জন্য প্রদেশের আইজিপিকে নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়াও দক্ষিণ অঞ্চলের ডিআইজিকেও একই নির্দেশ দেয়া হয়েছে। 

[এক্সপ্রেস ট্রিবিউন] 

নিউজওয়ান২৪/জেডএস

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত