সাপকে বিয়ের খবর মিথ্যা: মালয়েশিয়ান দমকলকর্মী হুসিন
বটতলা ডেস্ক

সাপ সামলানো এবং উদ্ধারের প্রশিক্ষক হুসিন হতাশা ব্যক্ত করেছেন অমন মিথ্যা সংবাদে
কিছুদিন আগে ব্যাপকভাবে প্রচার পায় যে মালয়েমিয়ার এক দমকলকর্মী তার পোষা সাপকে বিয়ে করেছেন। এই অদ্ভূতুরে সংবাদ হুমড়ি খেয়ে পড়েন দুনিয়াজুড়ে বিচিত্র সংবাদের খোঁজে থাকা লোকজন।
আবু জারিন হুসিন নামের ওই দমকল কর্মকর্তা মালয়েশিয়ার পাহাং রাজ্যে দমকল কর্মীদের সাপ ধরা তথা উদ্ধারের প্রশিক্ষণ দিয়ে থাকেন। চলতি মাসের প্রথম দিকে ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকাগুলো রিপোর্ট করে যে আবু জারিন তার পোষা একটি সাপকে বিয়ে করেছেন এই বিশ্বাসে যে এটি তার পুনর্জন্ম লাভ করা সাবেক প্রেমিকা।
ওই সংবাদ অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশের অনেক পত্রপত্রিকাও গুরুত্ব দিয়ে প্রকাশ করে।
এদিকে, অপর ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি শুক্রবার প্রকাশিত খবরে জানায়, হুসিন খুবই মুষড়ে পড়েছেন এ ধরনের রিপোর্টে যাতে তার ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, আমি সবসময় সাপ নিয়ে কাজে ব্যস্ত থাকি- আমার অপরাপর সহকর্মীদের সাপের তত্ত্বাবধান এবং তাদের উদ্ধারের প্রশিক্ষণ দিয়ে থাকি।
হুসিন বিবাহিত। তিনি জানান, তার স্ত্রী অবশ্য ওই সংবাদে বিভ্রান্ত হননি। কারণ, তিনি জানেন যে এটা ছিল মিথ্যা সংবাদ।
ব্রিটিশ ঠ্যাবলয়েড ডেইলি মিরর গত ১০ নভেম্বর এবং একই দেশের অপর ট্যাবলয়েড ডেইলি মেইল পরদিন ১১ নভেম্বর অনলাইনে এমন খবর ছাপে। পত্রিকাগুলো জানায় যে হুসিন মনে করছেন ১০ফিট লম্বা ওই গোখরো সাপটি তার পুনর্জন্ম লাভ করা প্রেমিকা। বর্তমানে তাকে বিয়ে করে তার সঙ্গেই থাকছেন তিনি।
বৌদ্ধ ও সনাতন ধর্মমতে এ ধরনের বিশ্বাস আছে যে মানবাত্মা পরজনমে অন্য জীব-জন্তুর রূপ ধরে পৃথিবীতে ফিরে আসে।
তবে ৩১ বছর বয়সী হুসিন ধর্মবিশ্বাসে একজন মুসলিম। ইসলাম ধর্ম এ ধরনের পুনর্জন্মের বিষয় সমর্থন করে না।
মালয়েশিয়ার ইংরেজি দৈনিক স্টারকে হুসিন বলেন, ছবিগুলো আমার। তারা (পত্রিকাওয়ালারা) ওই ছবিগুলো ব্যবহার করে কাহিনী বানানো শুরু করে যে আমি একটি সাপকে বিয়ে করেছি।
প্রসঙ্গত, মালয়েশিয়ার গ্রামাঞ্চলে উড়ন্ত প্রজাতিরসহ হরেক পদের সাপের প্রাচুর্য্য রয়েছে। তাই প্রতিবছর সাপের ছোবলে মানুষের হতাহত হওয়ার ঘটনাও প্রচুর। এ কারণে দেশটির দমকল বিভাগে সাপুরে ধরনের কর্মীও থাকে সর্পজাত যে কোনো জরুরি অবস্থা মোকাবেলায়।
নিউজওয়ান২৪.কম/একে
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো