ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

সানি লিওনির হিটহট সাহিত্যকর্ম ‘সুইট ড্রিমস’

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ২৩ এপ্রিল ২০১৬   আপডেট: ০১:৩৯, ৩ জুন ২০১৬

শেষ পর্যন্ত সানি লিওনিও সাহিত্যকর্মে মনোনিবেশ করলেন। তার বইয়ের নাম ‘সুইট ড্রিমস’। ই-বুক হিসেবে প্রকাশ পাওয়া এই বইতে ১২টি ছোট গল্প আছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, লেখালেখির বিষয়টি কখনোই আমার মাথায় ছিল না। তবে আমার কিছু নিজস্ব কিছু ধ্যানধারণা ছিল যা আমি কখনো লিখে প্রকাশ করিনি।

সম্প্রতি এক ইন্টারভিউয়ে মাস্তিজাদে হিরোইন বলেন, আমি কয়েকবছর ধরে আলাদা আলাদা অনেক ঘটনা আর ধ্যানধারণা নিয়ে চিন্তাভাবনা করছিলাম। কিন্তু বাস্তবে এসব নিয়ে আমি কখনো কিছু লিখি নাই। এই প্রথমবার আমি ধরনের কিছু নিয়ে লিখলাম। যখন ছোট ছিলাম, তখন আমার একটা ডায়রি ছিল। একদিন মা সেটা পড়ে ফেলেন। এরপর থেকে আমি ডায়রি লিখা বন্ধ করে দেই।

বর্তমানে বলিউড অভিনেত্রী ৩৪ বছর বয়সী জনপ্রিয় এই তারকা তার একমাত্র সাহিত্যকর্ম সম্পর্কে আরও বলেন, যখন প্রকাশনা সংস্থা জাগারনাট বুকস ওই ১২টি ছোটগল্প লেখার প্রস্তাব নিয়ে আসে আমার কাছে- বিষয়টি আমি চ্যালেঞ্জ হিসেবে নেই এবং তিন মাসের মধ্যে তা পুরা করি।

বইটির দাম রাখা হয়েছে ৪৯.৫০ রুপি।

ইরোটিকধর্মী লেখার পাঠকদের টার্গেট করা প্রকাশনা সংস্থা জাগারনাট বইটি মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রকাশ করেছে গত শুক্রবার। জাগারনাট অ্যাপসে প্রতি রাত দশটায় গ্রাহকদের মোবাইলে একটি করে কাহিনীর অডিও চলে যাবে।

এ প্রসঙ্গে রসিকজনের মন্তব্য হচ্ছে, সানি লিওনির সাহিত্য বলে কথা। এটা রাতের জন্যই ভাল!

নিউজওয়ান২৪.কম/আরকে