ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

সাতক্ষীরার জেলা প্রশাসক হলেন মোস্তফা কামাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩০, ৯ অক্টোবর ২০১৮  

এসএম মোস্তফা কামাল

এসএম মোস্তফা কামাল

সাতক্ষীরা জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন এসএম মোস্তফা কামাল। মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের বাংলোতে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহ আবদুল সাদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের আগে এসএম মোস্তফা কামাল গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন। আর মঙ্গলবার সাতক্ষীরার ২০তম জেলা প্রশাসক হিসেবে তিনি যোগদান করেন। গোপালগঞ্জের কাশিয়ানির সন্তান এসএম মোস্তফা কামাল ২১তম বিসিএস এর কর্মকর্তা। 

এদিকে, জেলা প্রশাসকের অফিস সূত্রে জানা গেছে, এসএম মোস্তফা কামাল অফিসিয়াল দায়িত্ব গ্রহনের পরই শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে যান। সেখানে তিনি শহিদ আবদুর রাজ্জাকের মাজারে পুষ্পাঞ্জলি অর্পন করে এক মিনিট নীরবতা পালন করেন। পরে জেলা প্রশাসকের অফিসে গিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত