সর্বনিম্ন স্কোরে উইন্ডিজের হার
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
জবাব দিতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই বিদায় নেন উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। ৪ বলে ৫ রান করে দলীয় ১২ রানের মাথায় ডেভিড উইলির শিকার হন ক্রিস গেইল। ঐ ওভারে আরেক ওপেনার সাই হোপকেও ফেরান ডেভিড উইলি।
পরের ওভারে জোড়া আঘাত হানেন ক্রিস জর্ডান। ৪ বলে ০ রান করে ক্রিস জর্ডানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ড্যারেন ব্রাভো। পরের বলে এলবিডব্লিউ হন জেসন হোল্ডার। নিজের পরের ওভার এসে আবারো দুই উইকেট নেন ক্রিস জর্ডান। প্রথমে তুলে নেন নিকোলাস পুরানের উইকেট। ওভারের পঞ্চম বলে ফিরিয়ে দেন ফ্যাবিয়ান অ্যালানকে। তখন মাত্র ২২ রানেই ৬ উইকেট পড়ে যায় উইন্ডিজের।
এক প্রান্তে টিকেছিলেন শিমরন হেটমেয়ার। তিনি ও কার্লোস ব্রাথওয়েট শুধুমাত্র দুই অঙ্কের ঘরে যেতে সক্ষম হন। ৪ বলে ১০ রান করে আদিল রশিদের শিকার হন কার্লোস ব্রাথওয়েট। পরের ওভারে শিমরন হেটমেয়ারকে ফিরিয়ে দেন লিয়াম প্লাঙ্কেট। ১১ বলে ১০ রান করেন তিনি। ২ রান করা শেলডন কটরেলকে বোল্ড করেন আদিল রশিদ। ৪৫ রানের মাথায় লিয়াম প্লাঙ্কেটের বলে আউট হন দেবেন্দ্র বিশু।
আন্তর্জাতিক টি-২০ তে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করে মাঠ ছাড়ে উইন্ডিজ। সর্বনিম্ন স্কোরের রেকর্ডের লজ্জা নেদারল্যান্ডসের। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৯ রানে অলআউট হয় তারা।
ফলে ১৩৭ রানের বিশাল ব্যববধানে জয় পায় ইংল্যান্ড। এ জয়ের সুবাদে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-২০ সিরিজ নিশ্চিত করল সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১৮২/৬, ২০ ওভার
হেলস ৮, বেয়ারস্টো ১২, রুট ৫৫, মরগান ১, ডেনলি ২, বিলিংস ৮৭, উইলি ১৩*
অ্যালেন ২/২৯, কটরেল ১/২৮, ম্যাকয় ১/৪৪, হোল্ডার ০/২৯, বিশু ০/১৭
উইন্ডিজ ৪৫/১০, ১১.৫ ওভার
গেইল ৫, হোপ ৭, হেটমেয়ার ১০, ব্রাভো ০, হোল্ডার ০, পুরান ১, অ্যালেন ১, ব্রাথওয়েট ১০, বিশু ৮, কটরেল ২, ম্যাকয় ১*
জর্ডান ৪/৬, রশিদ ২/১২, উইলি ২/১৮, প্লাঙ্কেট ২/৮, কারান ০/১
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল