সমবেদনা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের পিটসবার্গের ইহুদি উপাসনালয়ে হামলায় নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল নাগাদ এ ঘটনা ঘটে। বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ’ট্রি অব লাইফ’ সিনাগগে বন্দুকধারীর হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার পিটসবার্গ সফর করেন ট্রাম্প। ফার্স্ট লেডি মেলানিয়া, ট্রাম্প কন্যা ইভাঙ্কা এবং তার স্বামী জ্যারেড কুশনার প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন। এসময় সিনাগগের বাইরে রাস্তায় শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়। তারা ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
মঙ্গলবার বিকেল নাগাদ ট্রাম্প তার পরিবারসহ ’ট্রি অব লাইফ’ সিনাগগে পৌঁছালে সেখানে দায়িত্বরত কর্মকর্তা রাব্বি জেফরি মেয়ার তাদের শুভেচ্ছা জানান। এরপর প্রেসিডেন্ট নিহতদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একইসঙ্গে তিনি প্রচলিত রীতি অনুযায়ী, স্মৃতিস্তম্ভগুলোতে ছোট ছোট পাথর রাখেন।
ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার একজন ইহুদি ধর্মাবলম্বী। ট্রাম্পকন্যা মেলানিয়াও বিয়ের পর ধর্মান্তরিত হয়ে ইহুদি ধর্ম গ্রহণ করেন। তারা দুজনই হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত শনিবার যুক্তরাষ্ট্রের পিটসবার্গের ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয়ে দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ হামলা চালানো হয়। ’ট্রি অব লাইফ’ সিনাগগে চালানো ওই হামলায় ১১ জন নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন। হামলায় পরপরই বন্দুকধারীকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। রবার্ট বাউয়ার্স নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ২৯টি অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। ইহুদি উপাসনালয়ে চালানো এ হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। আদালতে সরকারের পক্ষ থেকে বাউয়ার্সের মৃত্যুদণ্ড চাওয়া হতে পারে বলে জানা গেছে।
নিউজওয়ান২৪/এমএস
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন