সবার আগে প্লে-অফ নিশ্চিত করল সিলেট
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল সিলেট সিক্সার্স।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি সোমবার নিজেদের দশম ম্যাচে হারায় খুলনা টাইগার্সকে। এদিন জয়ের মধ্য দিয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট অর্জন করে সিলেট।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৩১ রানে হারায় সিলেট।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সিলেট। দলের হয়ে ৪৯ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৭৪ রানে ফেরেন হৃদয়। ৩৮ বলে দুই চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন জাকির।
ইনিংসের শেষদিকে রীতিমতো তাণ্ডব চালান রায়ান বুর্ল ও থিসেরা পেরেরা। রায়ান ১১ বলে এক চার আর ২টি ছক্কার সাহায্যে ২১ রানে অপরাজিত থাকেন। ৭ বলে দুই চার আর এক ছক্কায় ১৭ রান করেন পেরেরা।
তাওহিদ হৃদয় ও জাকির হাসানের ফিফটি আর রায়ান বুর্ল-থিসেরা পেরেরার ব্যাটিং তাণ্ডবে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানে পৌঁছায় সিলেট।
টার্গেট তাড়া করতে নেমে রুবেল হোসেন, মোহাম্মদ আমির ও রেজাউর রহমানের গতির মুখে পড়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তুলতে সমর্থ হয় খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে করেন শাই হোপ ও আজম খান। ২০ রান করেন মাহমুদুল হাসান জয়।
সিলেটের হয়ে রুবেল হোসেন ৩৭ রানে শিকার করেন সর্বোচ্চ ৪ উইকেট। দুটি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও রেজাউর রহমান।
নিউজওয়ান২৪.কম/এসএ
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল