ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ২১ এপ্রিল ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

শ্রীলঙ্কার চার্চে ও হোটেলে ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। সেইসঙ্গে দেশটির নাগরিকদের ঐক্যবদ্ধ ও শক্ত থাকার আহ্বান জানান তিনি। এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন।

রবিবার সকাল ৮ টা ৪৫ মিনিট নাগাদ দেশটির তিনটি চার্চে ও অভিজাত তিনটি হোটেলে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলায় ১৪৫ জন নিহত হয়েছে বলে খবরে বলা হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৪ শতাধিক।

তবে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, নিহতের সংখ্যা ১৬০ জন পেরিয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী আকিলা ভিরাজ এক ঘোষণায় জানিয়েছেন, সরকারি স্কুল ২২ ও ২৩শে এপ্রিল বন্ধ থাকবে।

নতুন বছর উদযাপন আর ইস্টার সানডের বন্ধের পর সোমবার থেকে সকল স্কুল খোলার কথা ছিল।
 

আরও পড়ুন
বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত