সবচেয়ে বয়স্ক পাখির ছানা
ইত্যাদি ডেস্ক

সবচেয়ে বেশি বয়সী অ্যালবাট্রসের নাম উইজডম। বয়স ৬৬ বছর। যুক্তরাষ্ট্রের মিডওয়ে অ্যাটোল অভয়ারণ্যের বাসিন্দা। সেখানকার কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার জানায়, প্রবীণ পাখিটি ডিমে তা দিয়ে আরেকটি ছানা ফুটিয়েছে।
উইজডম গত ছয় দশকে প্রায় প্রতিবছরই একটি করে ডিম দিয়েছে। আর সর্বশেষ টানা দুই বছরই বাচ্চা ফুটিয়েছে। অ্যালবাট্রসের জন্য এটা এক বিরল ঘটনা।
মিডওয়ে অ্যাটোল ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফিউজের উপব্যবস্থাপক ডিশা নরউড বললেন, দুটি কারণে উইজডমের প্রজননক্ষমতা খুবই তাৎপর্যপূর্ণ। প্রাণী গবেষকদের জানামতে, এটিই বিশ্বের সবচেয়ে বেশি বয়সী বুনো পাখি। তাই এদের বংশবৃদ্ধির ধারাবাহিকতার গুরুত্ব প্রাণী গবেষকদের কাছে অনেক বেশি। তা ছাড়া এ ধরনের অ্যালবাট্রস বছরে একটিমাত্র ডিম দিয়ে থাকে। আইইউসিএনের বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় এই লেসান অ্যালবাট্রসের নামও আছে।
১৯৫৬ সালের ১০ ডিসেম্বর জীববিজ্ঞানী চ্যান্ডলার রবিনস একটি সাধারণ লেসান অ্যালবাট্রসকে চিহ্নিত করেন। পরবর্তী ৪৬ বছর পাখিটিকে আর দেখা যায়নি। ২০০২ সালের শেষ দিকে রবিনস আবার পাখিটিকে খুঁজে পান। তুলনামূলক বেশি বয়সেও সুস্থতা ধরে রাখায় পাখিটির নাম দেওয়া হয় উইজডম।
অ্যালবাট্রস পাখি পূর্ণ বয়সে পৌঁছানোর পর তাদের বয়স আন্দাজ করা কঠিন হয়ে পড়ে। রবিনস ১৯৫৬ সালে উইজডমকে শুধুই একটি প্রাপ্তবয়স্ক পাখি হিসেবে জানতেন। সেই হিসাবে এটির বয়স এখন অন্তত ৬৬ বছর। আর সব অ্যালবাট্রসের মতোই উইজডম ও তার সঙ্গী আকেয়ামাই প্রতিবছর পারস্পরিক বন্ধন নতুন করে সুদৃঢ় করতে একই জায়গায় হাজির হয়।
অ্যালবাট্রস যুগলেরা আজীবন পরস্পর বিশ্বস্ত থাকে। তবে সঙ্গীর মৃত্যুতে তারা নতুন কাউকে বেছে নেয়। উইজডমের জীবদ্দশায় বেশ কয়েকটি পুরুষসঙ্গী হারিয়েছে। এটি বর্তমান সঙ্গীর সঙ্গে মিলে বেশ কয়েকটি ছানার জন্ম দিয়েছে। আর গোটা জীবনে উইজডম ৩০ থেকে ৩৫টি সন্তান পেয়েছে বলে ধারণা করা হয়।
বিজ্ঞানীরা এখনো নতুন ছানাটির নামকরণ করেননি। উইজডম ও আকেয়ামাই এখন তাকে পালা করে পাহারা দিচ্ছে।
নিউজওয়ান২৪.কম
- বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম নারী শেখ হাসিনা
- সিরাজুল আলম খান রহস্য, একটি রাজনৈতিক বিতর্ক
- ঘটনা গুরুতর: প্রধান বিচারপতির উত্তরের আশায় পুরো বাংলাদেশ!
- পিরিয়ডের সময় যে খাবারগুলো ক্ষতিকর
- ‘ডোপ টেস্ট’ কী? জেনে নিন...
- দুর্লভ সাদা গোখরাটি জ্যান্ত গিলে খেল অপর সাপকে! (ভিডিও)
- মইনুলকে জানি না তবে মাসুদা ভাট্টি চরিত্রহীন: তসলিমা
- আহ! কাকের বাসা
- উন্মাদের পরিবেশ সচেতনতা কার্টুন প্রদর্শনী শুরু
- র্যাবের নয়া এডিজি কর্নেল আনোয়ার লতিফ খান, পিএসসি
- ৫ বছর আগের কার্টুনের বক্তব্য...
- বিবস্ত্র হয়ে ঘর পরিষ্কার, অতঃপর...
- কেমন যাবে আপনার আজকের দিন
- গরীবের কংকাল ঢাকে ধনবানের স্ফীত উদর!
- রওশনের বাবা নাকি এরশাদ?- প্রথম আলো