সচিবালয়ে ফের চালু হচ্ছে দর্শনার্থী পাস
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশে সীমিত আকারে দর্শনার্থী পাস চালু হচ্ছে। সোমবার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ সচিবসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
চিঠিতে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেকটাই শিথিল হয়েছে এবং সচিবালয়ে কর্মরত অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আগামী ১৭ মে থেকে সব বিশ্ববিদ্যালয় ও ৩১ মার্চ থেকে স্কুল-কলেজগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের গত ১৫ থেকে ২০ দিনের রিপোর্ট অনুযায়ী দেখা যায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার দুটোই নিম্নমুখী।
এতে আরও বলা হয়, এমতাবস্থায় সার্বিক বিবেচনা করে সচিবালয়ে কর্মরত অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবদের জন্য দৈনিক তিনটি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবদের জন্য দৈনিক ১০টি এবং সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিবদের জন্য দৈনিক পাঁচটি করে আগামী ১০ মার্চ (বুধবার) থেকে দর্শনার্থী প্রবেশ পাস ইস্যু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। একান্ত প্রয়োজন ছাড়া দর্শনার্থীদের পাস না দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছিল।
সেখানে বলা হয়েছিল, করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সতর্কতা অবলম্বন এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়ানোর লক্ষ্যে একান্ত অপরিহার্য না হলে বাংলাদেশ সচিবালয়ে দৈনিক দর্শনার্থী পাস ইস্যু না করার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।
সংক্রমণ বাড়তে থাকলে ১৯ মার্চ থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষিদ্ধ করা হয়, বন্ধ করে দেওয়া হয় পাস ইস্যু।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ