শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি২০ টুর্নামেন্ট খেলবে ভারত-বাংলাদেশ
খেলা ডেস্ক
স্বাধীনতার সত্তর বছর পালন উপলক্ষে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি২০ ক্রিকেট টুর্নামেন্ট। স্বাগতিক লঙ্কানদের সঙ্গে যেখানে অংশ নেবে বাংলাদেশ ও ভারত।
বুধবার (১৫ মার্চ) বাংলাদেশের শততম টেস্টের দিন এমনটিই জানিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান থিলাঙ্গা সুমাথিপালা।
এদিন পি সারা ওভালে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ গড়ানোর পর বৈঠকে বসেন শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। এসময় সেখানে শ্রীলঙ্কার ৭০তম স্বাধনীতা দিবস উপলক্ষ্যে একটি সিরিজ আয়োজনের প্রস্তাব করেন লঙ্কান বোর্ড প্রধান। যে প্রস্তাবে সাড়া দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন ও ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল জোহরি।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে জানানো হয়, দেশটির ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২০১৮ সালের ১৫ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি২০ ক্রিকেট টুর্নামেন্ট। যার ভেন্যু হবে কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়াম। এখানে অংশ নেবে স্বাগতিক শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারত।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত বিসিবি সভাপতি বলেছেন, ‘শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ৭০ বছর পূর্তিতে বড় আয়োজন করে উদযাপন করতে চাচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার খেলার কথা ছিল। আমাদেরকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে ট্রাইনেশন কাপ হবে। আমরা ট্রাইনেশন কাপে অংশগ্রহণের জন্য সম্মতি দিয়েছি। সামনের বছরের মার্চের ১৫ তারিখ থেকে টুর্নামেন্ট হবে। টি২০ ফরমেটে মোট ৭টি ম্যাচ হবে। প্রত্যেকে সবার সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। এরপর ফাইনাল ম্যাচ হবে।’
নিউজওয়ান২৪.কম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল